বাংলারজমিন
দীর্ঘ ৫ বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণ কাজ
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
৭ আগস্ট ২০২২, রবিবার
দিনাজপুরের চিরিরবন্দরে কাঁকড়া নদীর ওপর নির্মিত ১৭৫ মিটার দৈর্ঘ্যের সেতুর নির্মাণ কাজ দীর্ঘ ৫ বছরেও সম্পন্ন হয়নি। নানা অজুহাতে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ করে রাখায় উপজেলার ৩টি ইউনিয়নের ওই পথ দিয়ে যাতায়াতকারী লোকজনদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জানা গেছে, স্বাধীনতার পর থেকে উপজেলার দক্ষিণ দিকের মানুষের প্রাণের দাবি ছিল ভিয়াইল ও পুনট্টি ইউনিয়নের সংযোগস্থল আত্রাই নদীতে একটি সেতু নির্মাণ করা। তারই প্রেক্ষিতে ২০১৭ সালের অক্টোবর মাসে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ১৭৫ মিটার আরসিসি গার্ডার সেতুটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। এতে বরাদ্দ দেয়া হয় ১৩ কোটি ৩৪ লাখ টাকা। মের্সাস সুরমা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজ নির্মাণের কাজটি পেয়েছে। ২০১৯ সালের এপ্রিল মাসে কাজটি সম্পন্ন হওয়ার কথা থাকলেও তা অদ্যাবধি সম্পন্ন হয়নি। স্থানীয়রা জানান, উপজেলা সদরে যাতায়াতে এ নদীই প্রধান অন্তরায়। এছাড়া ভিয়াইল ও পুনট্টি ইউনিয়নের মানুষের প্রয়োজনীয় কাজ, কৃষিপণ্য আনা নেয়ার ক্ষেত্রে এ নদী দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। এখানে নদীতে বছরের অন্তত ৮ মাস পানি থাকে।