অনলাইন
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্যামলীতে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ৬ আগস্ট ২০২২, শনিবার, ৪:৩৪ অপরাহ্ন
পেট্রোল ও ডিজেলসহ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর শ্যামলীতে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে। শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দুইটার পর রাজধানীর শ্যামলী শিশু মেলার সামনে কিছু বিক্ষুব্ধ মানুষ জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়া পুলিশের একটি গাড়ি বিক্ষোভকারীরা ঘিরে ধরেন এবং সেটিতে ভাঙচুর চালান।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি মিছিল হয়েছিল। মিছিল থেকে পুলিশের একটি গাড়ি আটকে জানালার কাঁচ ভাঙচুর করা হয়েছে বলে শুনেছি। তবে সেটি কোন থানার গাড়ি ছিল সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাইনি। বিষয়টি জানার জন্য আমরা কাজ করছি।