কলকাতা কথকতা
আরটিপিসিআর টেস্ট জেল হাসপাতালে, পার্থ-অর্পিতা বন্দিদের বরাদ্দ ডাল রুটি দাঁতে কাটলেন
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ৬ আগস্ট ২০২২, শনিবার, ১০:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪২ অপরাহ্ন

প্রবল পরাক্রান্ত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এখন ঠিকানা - প্রেসিডেন্সি সংশোধনাগার। মডেল অভিনেত্রী, ফ্যাশনদুরস্ত অর্পিতা মুখোপাধ্যায়ের ঠিকানা আলিপুর মহিলা সংশোধনাগার। দুজনকেই প্রিজন ভ্যানে জেলে আনা হয়। পার্থ বাবু উঁচু প্রিজন ভ্যানে ওঠেন টুল এর সাহায্যে। রাত পৌনে সাতটার কিছু পরে দুজনেই জেলে আসেন। জেল হাসপাতালে দুজনের করোনা সংশয়মুক্ত করতে আর টিপিসিআর টেস্ট করা হয়। এরপর পার্থ বাবু ও অর্পিতার নিরাপত্তার খাতিরে তাদের জন্য বিশেষ সেল-এর ব্যবস্থা হয়। তবে, এই সেলে কোনও বিশেষ সুবিধা পাবেন না পার্থ-অর্পিতা। অন্য বন্দিদের মতোই ব্যবস্থা তাদের জন্য। সেলে একটি কম্বল তাদের প্রাপ্য। বালিশ নেই। স্থূলকায় চেহারার জন্য মেঝেতে শুতে সমস্যা হবে বলে পার্থ বাবুর জন্যে একটি নেওয়ার -এর খাটিয়ার ব্যবস্থা করা হয়েছে। দুজনেই প্রথম শ্রেণির বন্দির মর্যাদা চেয়ে প্রত্যাখ্যাত হয়েছেন। তবে, আদালতের নির্দেশে অর্পিতার ডায়েট সংক্রান্ত চার্ট প্রতিদিন আদালতকে জানাতে হবে। জেলে দুজনের নিরাপত্তার ব্যবস্থা কঠোরভাবে মানা হবে। শুক্রবার রাতে বন্দিদের বরাদ্দ ডাল-রুটি পার্থ এবং অর্পিতা শুধু দাঁতে কেটেছেন। দুজনেই ভালো করে খাননি। শনিবার তাদের বাড়ির খাবার দেওয়ার আবেদন জমা পড়তে পারে আদালতে। জেল-এর চিকিৎসক শনিবার সকালেই দুজনের স্বাস্থ্য পরীক্ষা করেন, অর্পিতা মুখোপাধ্যায় প্রায় স্বাভাবিক। হাইপার টেনশনে ভুগছেন পার্থ চট্টোপাধ্যায়।