ভারত
পদত্যাগের চাপ বাড়ায় পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ মাস আগে) ৪ মার্চ ২০২৫, মঙ্গলবার, ৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছে বামপন্থী ছাত্রদের পাশাপাশি নাগরিক সমাজের একটি বড় অংশ। চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ ব্রাত্য বসুর ‘অবিবেচকে’র মন্তব্য ঘিরে চাপও সৃষ্টি হয়েছে তার ওপর। এই পরিস্থিতি সামাল দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তার গাড়ির চাকার নীচে পিষ্ট ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়ের পিতা অমিত রায়কে ফোন করে শিক্ষামন্ত্রী শনিবারের ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন। আহত ইন্দ্রানুজ রায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। এমনকি ইন্দ্রানুজের সঙ্গে তিনি দেখা করবেন বলেও জানিয়েছেন।
তিনি বলেছেন, ঘটনাক্রম যে এদিকে বাঁক নেবে তা তিনি কখনও চাননি। এই ঘটনায় তিনি ও তার স্ত্রী মর্মাহত বলেও জানান ।
মঙ্গলবার আহত ছাত্র ইন্দ্রানুজের পিতা অমিত রায় বলেন, শিক্ষামন্ত্রী ফোন করেছিলেন। তিনি অনুতপ্ত। দুঃখপ্রকাশ করেছেন। তিনি ইন্দ্রানুজের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
তবে অমিত বলেছেন, শনিবারের ঘটনা অনভিপ্রেত। সেজন্য শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করা ঠিক নয়। শনিবারের ঘটনা প্রসঙ্গে ইন্দ্রানুজের পিতা জানান, বয়সে ছোট ছেলেমেয়েরা ভুল করলে বড়দের সহনশীল হতে হয়। ইন্দ্রানুজ-সহ অন্য পড়ুয়াদের বিরুদ্ধে যে ‘মিথ্যা অভিযোগ’ দায়ের হয়েছে, সেগুলোর বিষয়ে ব্রাত্যের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানান তিনি। আহত ছাত্র ইন্দ্রানুজ রায় বর্তমানে যাদবপুরের কেপিসি মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। মেডিকেল বোর্ড জানিয়েছে, আরও দু একদিন পর্বেক্ষণের পর তাকে ছাড়া হবে।
তবে আহত ইন্দ্রানুজ হাসপাতালে শুয়ে বলেন, ব্রাত্য বসুর নির্দেশেই আমার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে। যা খুনের চেষ্টার সামিল। ওনার বিরুদ্ধে কেন খুনের চেষ্টার মামলা হবে না?
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে সোমবার রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্রালয়ে বামপন্থী ছাত্ররা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ধর্মঘট করেন। এই নিয়ে শাসক দলের ছাত্র সংগঠনের সদস্যদের সঙ্গে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে।