খেলা
বাংলাদেশকে ১৫ বছর পেছনে ফেরালেন নাসের হুসাইন
স্পোর্টস রিপোর্টার
২৮ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার
‘পনেরো বছর আগে যেমন ছিল এখনো সেরকম খেলছে বাংলাদেশ’- চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের পারফরম্যান্স দেখে এমন মন্তব্য ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইনের। টাইগারদের ফিরিয়ে নিয়েছেন ১৫ বছর পেছনে। ওয়ানডে ক্রিকেট এখন ৩৫০ রানের। তার পরও জয় নিশ্চিত নয়। এবারে চ্যাম্পিয়নস ট্রফিতে আছে এমন টাটকা নজির। ইংল্যান্ডকে ৩৫০ রানের পুঁজি নিয়ে অস্ট্রেলিয়ার কাছে হারতে দেখা গেছে। আর টাইগাররা সেখানে আটকে আছে ২৫০তে! ব্যাটিংয়ে সেই পুরনো ভুল, ফিল্ডিংটা এখনো যাচ্ছেতাই। ক্যাচ ছেড়ে ম্যাচ মিসের খেসারত দিয়ে হারের উদাহারণ ভুড়িভুড়ি। বোলিংয়ে কিছুটা উন্নতি হলেও ব্যাটারদের ব্যর্থতায় তারাও পড়েন কঠিন চ্যালেঞ্জে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চ্যাম্পিয়ন হওয়ার ঘোষণা দিয়ে দেশ ছেড়েছিলেন। কিন্তু এক ম্যাচ বাকি থাকতেই আসর থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে যায়। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগাররা হারে চরম ব্যাটিং ব্যর্থতায়। শেষ ম্যাচে গতকাল পাকিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জ ছিল মান বাঁচানোর। তবে বৃষ্টিতে ভেসে গিয়ে ম্যাচ পরিত্যক্ত। বৃষ্টির আশীর্বাদে তালিকায় শোভা পাচ্ছে এক পয়েন্ট। সামনে ব্যাটিংয়ে উন্নতি করার কথা জানিয়েছেন টাইগার অধিনায়ক শান্ত। সেই সঙ্গে করেছেন বোলারদের প্রসংশাও। তিনি বলেন, ‘সব মিলিয়ে খুব ভালো বোলিং আক্রমণ। সবসময়ই আমাদের স্পিন আক্রমণ ভালো। এখন লেগ স্পিনার রিশাদ হোসেনও আছে। বোলিং খুব ভালো। আমি আশা করি তারা পরিস্থিতি অনুযায়ী নিজেদের কাজটা ঠিকঠাক করবে এবং দলকে সেরাটা দেবে।’
বিশ্ব ক্রিকেটে সমীহ আদায় করার মঞ্চ হচ্ছে আইসিসি টুর্নামেন্ট। সাম্প্রতিক সময়ে আইসিসির আসরগুলোতে একদিকে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সে সুনাম কুড়িয়ে চলেছে আফগানিস্তান। অন্যদিকে দেশটির বহু আগে আন্তর্জাতিক অঙ্গনে আসা বাংলাদেশ উন্নতির কোন লক্ষণ দেখাতে পারছে না। টাইগারদের নিয়ে তাই ভিনদেশ থেকেও ভেসে আসছে সমালোচনা। চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের পারফরম্যান্স দেখে নাসের হুসেইনের মনে হচ্ছে, পনেরো বছর আগের ক্রিকেট খেলছে বাংলাদেশ। বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়েছে আফগানিস্তান। এরপর স্কাই স্পোর্টসে আলাপকালে দেশটিকে নিয়ে প্রশংসার ফুল ঝরিয়েছেন নাসের হুসেইন। আফগানদের সাফল্যের দিনে ঘুরেফিরে চলেই আসে তাদের এত কম সময়ে উন্নতির প্রসঙ্গ। আর এতে ইংল্যান্ডের সাবেক অধিনায়কের মুখে শোনা যায় বাংলাদেশকে নিয়ে হতাশাজনক মন্তব্য। তিনি বলেন, ‘আমি পাকিস্তান ও বাংলাদেশের মতো দলের দিকে তাকিয়ে ভাবি, তাদের আফগানিস্তানের দিকে তাকানো উচিত এবং বলা উচিত, কেন আমরা স্থবির হয়ে পড়েছি?’ বলার অপেক্ষা রাখে না হতাশা নিয়েই চ্যাম্পিয়নস ট্রফি শেষ করলো বাংলাদেশ। আগেই বিদায় নেওয়া নাজমুল হোসেন শান্তদের শেষ ম্যাচটা ছিল নিয়ম রক্ষার। কিন্তু গতকাল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়। রাওয়ালপিন্ডিতে টানা বৃষ্টিতে টসও করা যায়নি। ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার আগে এক পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুই দল। ‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশের মতো পাকিস্তানও ছিটকে গেছে। গ্রুপ থেকে সেমির টিকিট কেটেছে ভারত ও নিউজিল্যান্ড।
টানা বৃষ্টিতে রাওয়ালপিন্ডিতে পর পর দুই ম্যাচ পরিত্যাক্ত হলো চ্যাম্পিয়নস ট্রফিতে। এর আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি পরিত্যক্ত হয়। এরপর শঙ্কা ছিল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়েও। টানা তিন দিন ধরে এখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ম্যাচের আগের দিন কিছুটা কমলেও গতকাল আর বৃষ্টি থামেনি। বিকাল ৩টায় আম্পায়ারদের সর্বশেষ পর্যবেক্ষণের কথা থাকলেও আবার শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তার আগে বৃষ্টি থেমেছিল কিছুটা। এই ম্যাচের আগে বাংলাদেশের মতো পাকিস্তানও একই বিন্দুতে দাঁড়িয়ে ছিল। তারাও ভারত, নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। ফলে এই ম্যাচটি ছিল নিয়মরক্ষার। শেষ পর্যন্ত ম্যাচটি আর মাঠে গড়ায়নি। চ্যাম্পিয়ন হওয়ার ঘোষণা দিয়ে এই আসরে যাওয়া বাংলাদেশ দল আজ ফিরছে শূন্য হাতে।
পাঠকের মতামত
প্রধান কোচের দরকার নেই। দেশীয় একজন থাকবেন ম্যানেজার বা সমন্বয়ক। বাইরে থেকে নেয়া যেতে পারে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের জন্য কোচ। প্লেয়াররা পারফরম্যান্স অনুযায়ী ভাতা পাবেন।
He is correct all monthly salary of players should be stopped.Only performance based honorarium should be introduced.This is the best way to fix these nuts.