অনলাইন
অস্ত্র নিয়ে হামলা হলে পুলিশ কি আঙুল চুষবে: ওবায়দুল কাদের
অনলাইন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ৫ আগস্ট ২০২২, শুক্রবার, ৩:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:২৬ পূর্বাহ্ন

বিএনপি নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে পুলিশ কি আঙুল চুষবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ভোলার ঘটনা কে ঘটিয়েছে। ভিডিও ফুটেজ দেখুন। কীভাবে ঘটেছে, কারা আক্রমণ করেছে, অস্ত্রশস্ত্র নিয়ে কারা মিছিল করেছে, কারা সেই অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা করেছে। পুলিশ কী করবে? আঙ্গুল চুষবে? ভোলায় বিএনপির ঘাতক চেহারা স্পষ্ট হয়েছে।
আজ সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আগস্ট মাস এলেই বিএনপির ঘাতক চরিত্র বেপরোয়া হয়ে উঠে। এই মাসে দলটি সত্যের মুখোমুখি হতে ভয় পায়।
তিনি বলেন, বিএনপি চেয়েছে নির্বাচনকে সামনে রেখে আবারও অস্থির, উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করতে। আগুন সন্ত্রাস করে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে।
ওবায়দুল কাদের বলেন, শেখ কামালের জন্মদিনে আবাহনী মাঠে ও বনানী কবরস্থানে এত মানুষ, এত তরুণের সমাবেশ। এতে প্রমাণ হয়, আমরা প্রস্তুত। হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি আমরা রুখবই।
পাঠকের মতামত
দারুন একজন গল্পকার
We are lucky the minister did not refer to the sucking something else.
আওয়ামীলীগের নেতারা কি সভ্যতা,ভদ্রতা,শিষ্টাচার জানেন না? উনারা সব সময় যেভাবে অশিষ্ট,অরাজনৈতিক আর সন্ত্রাসের ভাষায় কথা বলেন,এটাই মূলত দেশে অস্থিতিশীলতা সৃষ্টির কারন। উনাদের ভাবা উচিৎ,এই পুলিশ এবং প্রশাসন সব সময় উনাদের থাকবে না। যেমনটি ছিলনা,অতীতে।