বাংলারজমিন
শাহ্ আমানতে স্বর্ণসহ দুবাই ফেরত যাত্রী আটক
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৫ আগস্ট ২০২২, শুক্রবারচট্টগ্রাম শাহ্ আমানত বিমানবন্দরে এক কেজি স্বর্ণ, মদ ও সিগারেটসহ মিজানুর রহমান (২৮) নামে দুবাই ফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে। গতকাল সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসা মিজানুর রহমানকে আটক করে শুল্ক গোয়েন্দারা। আটক মিজানুর রহমান লোহাগাড়া এলাকার বাসিন্দা। স্বর্ণ, মদ ও সিগারেটের পাশাপাশি তার কাছ থেকে ২০টি আইফোনও উদ্ধার করা হয়। চট্টগ্রাম শাহ্ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন বলেন, গতকাল সকাল ৭টার দিকে দুবাই থেকে আসা ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে শুল্ক গোয়েন্দার সদস্যরা তার ব্যাগ তল্লাশি করে। এ সময় এক কেজি স্বর্ণ, মদ ও সিগারেট পাওয়া যায়। প্রচলিত আইন অনুসারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।