ঢাকা, ১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৬ হিঃ

খেলা

ভারতীয় মিডিয়ায় আগ্রহের কেন্দ্রে নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবারmzamin

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায়। এর আগে গতকাল সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ সময় তাকে পেসার নাহিদ রানাকে নিয়েই বেশি প্রশ্নের উত্তর দিতে হয়। ভারতীয় সাংবাদিকদের সব প্রশ্নেই কোনো না কোনোভাবে ছিলেন এই ডানহাতি পেসার। 

নাহিদকে নিয়ে এক প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘রানা অবশ্যই দেখেন যে রকম বোলিং করছে ওর ওপর একটু বাড়তি নজর থাকবেই। কিন্তু ওকে দেখে কখনো মনে হচ্ছে না যে ও প্রেসারে আছে, ও নরমাল আছে। ঠিকমতো অনুশীলন করে যাচ্ছে, কালকে যদি ওর খেলার সুযোগ হয় তাহলে অবশ্যই সেরাটা দেবে আমি বিশ্বাস করি।’

গেলো ২-৩ মাস টানা ম্যাচ খেলছেন রানা। এতে করে তার সহজাত গতিও কমে আসে। তবে রানা এখন ভালো অবস্থায় আছেন বলে জানান শান্ত। তিনি বলেন, ‘রানা ঠিক আছে অবশ্য অনেকগুলো ম্যাচ একসাথে খেলেছে। এখন মোটামুটি ঠিক আছে। ফিজিও এবং ট্রেনার খুব ভালো মতো ওর ওয়ার্কলোডটা ম্যানেজ করছে। ও যদি কালকে খেলার সুযোগ পায় আমার মনে হয় যে ফ্রেশই থাকবে এবং ভালোভাবেই খেলার জন্য প্রস্তুত আছে।’

টাইগার অধিনায়ক বলেন, ‘গত কয়েকটা ম্যাচে সে ভালো বোলিং করেছে। অনেক জোরে বল করেছে। সে যদি এভাবেই বোলিং করে, সেটা আমাদের পুরো বোলিং বিভাগকেই সাহায্য করবে। প্রতিপক্ষকে চ্যালেঞ্জে ফেলতে পারবে, এ রকমই বোলিং চাই। ওর বোলিংটা আমাদের জন্যও প্রেরণা। সে যেন ফিট থাকে এবং এই ফর্ম ধরে রাখতে পারে।’
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status