ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

চ্যাম্পিয়নস ট্রফিতে রিশাদই টাইগারদের ‘গেম চেঞ্জার’

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার
mzamin

দীর্ঘ আট বছর পর বুধবার পর্দা উঠছে চ্যাম্পিয়নস ট্রফির। পাকিস্তানে উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের সঙ্গে খেলবে নিউজিল্যান্ড। পরদিন নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে দুবাইয়ের মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনালের লক্ষ্যে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষেও কঠিন পরীক্ষা দিতে হবে টাইগারদের। শক্ত এ লড়াইয়ে লাল সবুজের প্রতিনিধিদের বড় আস্থা থাকবে লেগ স্পিনার রিশাদ হোসেনের ওপর। আইসিসির প্রকাশিত এক ভিডিওতে এ কথা জানান অধিনায়ক নাজমুল হাসান শান্ত, সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিব। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টকে কেন্দ্র করে দুবাইতে সাজানো হয়েছে দু’টি নতুন উইকেট। সেখানে সহায়তা পাবে ব্যাটার-বোলার উভয়ই। এ ম্যাচ পরেই টাইগাররা উড়ে যাবে পাকিস্তানে। স্বাগতিক দল ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দু’টি হবে রাওয়ালপিন্ডিতে। দেশটির উইকেটকে ব্যাটারদের জন্য একপ্রকার স্বর্গরাজ্যই বলা চলে। ২০১৫তে পাকিস্তানে ক্রিকেট ফেরার পর ওয়ানডেতে এখানে রান উঠেছে প্রতি ওভারে গড়ে ৫.৮৯ করে। যা কিনা সমসাময়িক অন্যান্য সবগুলো দেশের মধ্যে সর্বোচ্চ। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজের অঘোষিত সেমিফাইনালে তো ৩৫২ রান তাড়া করেও জেতে স্বাগতিকরা। এ সিরিজের ৪ ম্যাচের ৮ ইনিংসের ৫টিতেই উঠেছে ৩০০ বা তার বেশি রান। এমন উইকেটে ব্যাটারদের আটকাতে প্রয়োজন রিশাদের মতো লেগ স্পিনারদের। টুর্নামেন্ট শুরুর আগে সে কথাই মনে করিয়ে দিলেন তিন টাইগার ক্রিকেটার। আইসিসির প্রকাশিত সেই ভিডিওতে শান্ত বলেন, ‘রিশাদ ভালো বল করলে আমরা ভালো অবস্থানে থাকবো। কারণ, আমরা জানি পাকিস্তানের উইকেট কতোটা ভালো। এই টুর্নামেন্টে রিস্ট স্পিনাররা বেশি গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে রিশাদ কেমন বোলিং করে তা দেখতে উন্মুখ হয়ে আছি।’ অন্যদিকে রিশাদের ব্যাটিংয়ের গুরুত্বটাও তুলে ধরেন তানজিম। এই টাইগার পেস বোলিং অলরাউন্ডার বলেন, ‘রিশাদ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বল হাতে ও সবসময় ব্রেকথ্রু এনে দেয়। আবার ব্যাটিংয়ে প্রয়োজন পড়লেও রান করে।’ ২২ বছর বয়সী রিশাদকে তো ‘গেম চেঞ্জার’ হিসেবে আখ্যা দিলেন দলের অভিজ্ঞ ক্রিকেটার সৌম্য সরকার। এই টাইগার ব্যাটিং অলরাউন্ডার বলেন, ‘রিস্ট স্পিনাররা গেম চেঞ্জার। রিশাদের দিকে আমরা তাকিয়ে আছি।’ এর আগে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়ে নিজের সক্ষমতার প্রমাণ দেন রিশাদ হোসেন। যদিও সেবারের টুর্নামেন্টে বাড়তি সাহায্য করেছে স্পিনবান্ধব উইকেট। ভিন্ন মাঠ, ভিন্ন সংস্করণে সতীর্থদের আস্থা রিশাদ কীভাবে রাখেন সেটিই এখন দেখার অপেক্ষা।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status