ঢাকা, ১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৬ হিঃ

খেলা

গত ১০ আসরে বিপিএলের টিকিট বিক্রির আয় ১৫ কোটি, এবারই সোয়া ১২ কোটি

স্পোর্টস ডেস্ক

(১ মাস আগে) ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ১২:২৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

mzamin

শেষ হয়েছে আলোচনার তুঙ্গে থাকা বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) একাদশ আসর। টিকিটির জন্য শুরুর দিকে ভাঙচুর হয়েছে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ফটক ও টিকিট বুথ। নেতিবাচক দিক বাদ দিলে এবারের আসরে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট তিন ভেন্যুতেই ভক্ত-সমর্থকদের উল্লাস মন কেড়েছে মাঠের ক্রিকেটারদেরও। শেষ পর্যন্ত এবারের এক আসর থেকে শুধুমাত্র টিকিট বিক্রি করে যে আয় হয়েছে, তা প্রায় ছুঁয়ে ফেলেছে গত দশবারের সম্মিলিত উপার্জনকে।

সোমবার এক ভিডিও বার্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘এবার আমরা অবিশ্বাস্যরকম সফলভাবে টিকিট বিক্রি করেছি। এর বড় কারণ আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়েছি। এটি অত্যন্ত নিরাপদ ব্যবস্থা। বিশ্বকাপে যেভাবে টিকিট বিক্রি হয়, সেভাবেই।’ তিনি যোগ করেন, ‘নতুন একটি সিস্টেম দেখার জন্য (বিপিএলের) প্রথম পর্বে আমরা ৩৫ শতাংশ ও প্লে অফে ৪০ শতাংশ টিকিট অনলাইনে দিয়েছিলাম। সব মিলিয়ে পুরো বিপিএলে আমরা ১২ কোটি ২৫ লাখ টাকার টিকিট বিক্রি করেছি।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘ছোট্ট একটা তুলনা যদি দেই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত ১০ আসরে টিকিট বিক্রি করেছে ১৫ কোটি টাকার মতো। সেটা বিবেচনা করলে আমরা এক বছরেই সেটার কাছাকাছি চলে এসেছি।’ বিপিএলের লাভের অংশ ভাগাভাগির বিষয়টি নিয়ে চর্চা হয়েছে এর আগেও। বিভিন্ন সময় ফ্র্যাঞ্চাইজি মালিকেরা তাদের এসব দাবি তুলে ধরেন।

গত আগস্টে বিসিবির দায়িত্ব নেয়ার সময় ফারুক আহমেদের কাছেও ছিল একই দাবি। তখন লাভের পরিমাণটা না জানার কারণে রেভিনিউ শেয়ারিংয়ের বিষয়ে আশ্বস্ত করতে পারেননি তিনি। তবে এবার মালিকদের সুখবর দিয়ে ফারুক বলেন, ‘সব ফ্র্যাঞ্চাইজির জন্য সুখবর, যদিও রেভিনিউ শেয়ারিং বলতে সব ক্ষেত্রেই ভাগাভাগি বুঝায়। কিন্তু অন্যগুলো ওরকম করে করতে পারিনি। তাই টিকিট বিক্রি করে যে আয় হয়েছে, এখান থেকে ভালো একটা অংশ সাত ফ্র্যাঞ্চাইজিকে দেয়ার চেষ্টা করব।’ সদ্য শেষ হওয়া বিপিএল আসরে অব্যবস্থাপনার কথা স্বীকার করেন ফারুক। তবে শেষ পর্যন্ত ভালোভাবে আসরের সমাপ্তি টানাতে তৃপ্তির ঢেকুর তুলে তিনি বলেন, ‘বিপিএলে অবশ্যই কিছু ঘাটতি ছিল। প্রথম দিকে টিকিট, নতুন একটা সিস্টেম, ঝামেলা ছিল। সব কিছু আমি মেনে নিচ্ছি। তবে যদি সার্বিকভাবে বিপিএল দেখেন, দর্শক, উইকেট, টিকিট বিক্রি, দর্শকদের অংশগ্রহণ ও টিভি প্রোডাকশন... টিভি ক্রু থেকে ধারাভাষ্যকার পর্যন্ত। স্যার কার্টলি অ্যামব্রোস বলেছেন, তার দেখামতে উইকেট ও সব মিলিয়ে গত তিন বছরের মধ্যে এটা সেরা বিপিএল। আমরা চেষ্টা করে যাচ্ছি।’
 

পাঠকের মতামত

আগেও একই আয় হতো - কিন্তু দুঃখের বিষয় কাগজে উঠনে না, গোপন থাকত

জনতার আদালত
১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৮:৫৯ অপরাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status