ঢাকা, ১২ মার্চ ২০২৫, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১১ রমজান ১৪৪৬ হিঃ

অনলাইন

‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’

আসছে গণঅভ্যুত্থানের নেতাদের নতুন ছাত্রসংগঠন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

(৩ সপ্তাহ আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৭:২০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৪৪ পূর্বাহ্ন

mzamin

মধ্যমপন্থী, অন্তর্ভুক্তিমূলক, নারীদের রাজনৈতিক মানস গঠন ও বিগত সকল জাতীয় গণ আন্দোলনকে ভিত্তি করে নতুন ছাত্রসংগঠন আনতে চলেছে ২৪' এর গণঅভ্যুত্থানের নেতারা। দলের স্লোগান হবে- স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। 

সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা । এসময় উপস্থিত ছিলেন আবু বাকের মজুমদার, আব্দুল কাদের, জাহিদ আহসান, রাফিয়া রেহনুমা হৃদি, তাহমিদ আল মুদ্দাস্সির, হাসিব আল ইসলামসহ সাবেক সমন্বয়কদের অনেকে।

কোন পটভূমি এই রাজনৈতিক ছাত্রসংগঠন সৃস্টি হচ্ছে তার বর্ণনা দিতে গিয়ে আব্দুল কাদের বলেন, বিগত সময়ে সরকারের প্রতিটি জায়গায় কায়েম হয়েছিল কাঠামোগত ও সাংস্কৃতিক ফ্যাসিবাদ যার মাধ্যমে সাধারণ মানুষের সকল নাগরিক অধিকার কেড়ে নেয়া হয়েছে এবং ফ্যাসিবাদের দোসররা অধিকার হরণের বৈধতা উৎপাদন করে গেছে। বাংলাদেশের শিক্ষাঙ্গণ ও শিক্ষার্থীরা এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পায়নি।

প্রস্তাবনা পেশ করতে গিয়ে আবু বাকের মজুমদার বলেন, এই সংগঠন হবে মধ্যমপন্থী ও অন্তর্ভুক্তিমূলক, বিগত সময়ের দলগুলোতে নারীদের উপস্থিতি ছিল না এই সংগঠন নারীদেরকে অন্তর্ভুক্ত করে তাদের রাজনৈতিক মানস গঠন করবে,  ১৯৪৭ থেকে ২০২৪ অবধি  সকল জাতীয় গণ আন্দোলনকে ধারণ করবে ছাত্রসংগঠনটি।

কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, আজকে অনলাইনে ও আগামীকাল থেকে অনলাইন অফলাইনে জনমত জরিপ ও সদস্য আহ্বান করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনা করা হবে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কার্জন হল এলাকা, মোকাররম ভবন এলাকা, কলাভবন, ব্যবসা শিক্ষা অনুষদ এলাকা, মোতাহার ভবন এলাকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা শহরের বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ, সারাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম পরিচালিত হবে।

ছাত্রসংগঠনটির বৈশিষ্ট্য উল্লেখ করে তিনি বলেন, আমাদের এই ছাত্রসংগঠনটি কখনো লেজুড়বৃত্তিকতা করবে না স্বতন্ত্র থাকবে।অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করবে অভ্যন্তরীণ চাঁদা গ্রহণের মাধ্যমে। গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচন করা হবে। মূল স্লোগান হবে- স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট।

সবশেষ তিনি বলেন, জনমত জরিপের পর ছাত্রসংগঠনটি আত্মপ্রকাশ করবে,এখনো নাম ও আত্মপ্রকাশের তারিখ নির্ধারণ করা হয়নি।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status