খেলা
প্রস্তুতি ম্যাচ আজ
কম্বিনেশন ঠিক করার সুযোগ বাংলাদেশের
স্পোর্টস রিপোর্টার
১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার
ডিসেম্বরে এনসিএল টি-টোয়েন্টি, এরপর ৪০ দিনের বিপিএল! এর আগে টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফরও শেষ হয় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। ফলে টানা প্রায় ৩ মাস টি-টোয়েন্টি সংস্করণেই ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। আগামী বুধবার শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি হবে ওয়ানডে ফরম্যাটে। আসর শুরুর আগে তাই ওয়ানডের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। আজ দুবাইয়ে এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান শাহীনস (‘এ’ দল)। এই ম্যাচ দিয়ে আসরের উইকেট সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে চায় টাইগাররা।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ১২ই নভেম্বর ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলে বাংলাদেশ। দিনের হিসেবে ৯৬ দিন পর আজ কোনো ৫০ ওভারের ম্যাচ খেলবে টাইগাররা। সবশেষ সিরিজে ছিলেন না নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। শান্ত-হৃদয়রা ছিলেন না ইনজুরির কারণে আর পিতৃত্বকালীন ছুটির কারণে মোস্তাফিজকে ওয়েস্ট ইন্ডিজ সফরে পায়নি বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকা এই ৩ জনের জন্য আজকের প্রস্তুতি ম্যাচ আরও বেশি গুরুত্বপূর্ণ। আর টিম ম্যানেজমেন্টের জন্য কম্বিনেশন সাজাতে এই প্রস্তুতি ম্যাচই একমাত্র সুযোগ। পাকিস্তান শাহীনসের বিপক্ষে মাঠে নামার আগে শনিবার এক ভিডিও বার্তায় দলের পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে কথা বলেন পেসার তানজীম হাসান সাকিব। তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচ থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নিয়ে নিবো। উইকেট সম্পর্কে যত বেশি তথ্য নেওয়া যায়। কোন বল এখানে ভালো কাজ করে, কোন লেন্থে করলে ব্যাটারদের কষ্ট হয় সেটা বোঝার চেষ্টা করব।’ সাকিব আরও যোগ করেন, ‘আমাদের প্রথম অনুশীলন সেশন খুব ভালো গিয়েছে। প্রথমে জিম করলাম। পরে নেট সেশন ভালো কেটেছে। ব্যাটিং,বোলিং ও ফিল্ডিং - সব বিভাগই আমরা করেছি। খুব ভালো অনুভূত হচ্ছে। এটাই গুরুত্বপূর্ণ যে কেমন লাগছে। সব মিলিয়ে আজকের অনুশীলনের পর খুব ভালো অনুভূতি।’
আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের জন্য টুর্নামেন্টের অংশগ্রহণকারী কোনো দলকে পেলেও প্রস্তুতি ম্যাচে বেশ কঠিন প্রতিপক্ষই পাচ্ছে বাংলাদেশ। পাকিস্তান শাহীনস স্কোয়াডে থাকছেন আমির জামাল, মোহাম্মদ ওয়াসিম, উসামা মীরদের মতো ক্রিকেটাররা। দলটির নেতৃত্ব দিবেন কয়েকদিন আগেই বাংলাদেশে বিপিএল খেলে যাওয়া মোহাম্মদ হারিস। ফলে প্রস্তুতি ম্যাচ দিয়ে নিজের শক্তি ও দুর্বলতা যাচাই করার সুযোগ পাচ্ছে শান্তর দল।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০শে ফেব্রুয়ারি। এরপর পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪শে ফেব্রুয়ারি এবং পাকিস্তানের বিপক্ষে ২৭শে ফেব্রুয়ারি মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনিক, মুশফিকুর রহিম, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।
পাকিস্তান শাহীনস স্কোয়াড: মোহাম্মদ হারিস, আমির জামাল, আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াস, মোহাম্মদ ওয়াসিম, মুবাসির খান, মোহাম্মদ মুসা, ওমর বিন ইউসুফ, শাহেবজাদা ফারহান, সুফিয়ান মুকিম ও উসামা মীর।