ভারত
মোদি-ট্রাম্প বৈঠকে শক্তি, প্রযুক্তি এবং সংযোগের মতো ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ মাস আগে) ১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:০০ পূর্বাহ্ন

শুল্ক আরোপের আবহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে শুল্ক ইস্যুতে ট্রাম্প প্লেয়িং ফিল্ডের কথা জানিয়েছেন। বলেছেন, ‘ভারত যে হারে শুল্ক চাপাবে, আমরাও সেই হারে শুল্ক চাপাব।’
সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে, বৈঠকের পর ট্রাম্প বলেছেন, বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি ‘বিশেষ বন্ধন’ রয়েছে এবং উভয় পক্ষই শক্তি, ক্রিটিকাল প্রযুক্তি এবং সংযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
প্রধানমন্ত্রী মোদিও বলেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা একটি উন্নত বিশ্ব গঠন করবে।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ বিবৃতিতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির কথা বলা হয়েছে। এই বাণিজ্য চুক্তিকে ট্রাম্প নিজেই ‘অপূর্ব’ বলে ব্যাখ্যা করেছেন ।
ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে ভারতে আমদানিকৃত পণ্যে শুল্ক কমানো, আরও বেশি করে যুক্তরাষ্ট্র থেকে খনিজ তেল এবং সামরিক বিমান কেনার বিষয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে তার। শুল্ক সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে সাংবাদিতদের কাছে ব্রিফিংয়ের সময় ট্রাম্প মোদির প্রশংসা করে বলেছেন, ‘উনি আমার চেয়ে আরও কঠিন এবং ভালো মধ্যস্থতাকারী। এই নিয়ে (আমাদের মধ্যে) প্রতিযোগিতা চলতে পারে না।’
ট্রাম্প জানিয়েছেন, দুই দেশের মধ্যে যে বাণিজ্য ঘাটতি রয়েছে, তা মেটাতে দু’পক্ষই দ্রুত আলোচনা শুরু করবে। আমেরিকা থেকে ভারতে রপ্তানি হওয়া পণ্যের তুলনায় ভারত থেকে সে দেশে রপ্তানি হওয়া পণ্যের পরিমাণ বেশি। সেই অসামঞ্জস্য দূর করতে ভারত আরও বেশি খনিজ তেল যুক্তরাষ্ট্র থেকে কেনার আশ্বাস দিয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
গতকালই মোদি ফ্রান্স সফর শেষ করে সরাসরি ওয়াশিংটনে পৌঁছান। দুদিনের এই সফরের শুরুতেই যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করেন। বৈঠক করেন সেদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গেও। মোদি ট্রাম্পের উপদেষ্টা টেসলার কর্ণধার ইলন মাস্ক এবং ভারতীয়-আমেরিকান উদ্যোক্তা বিবেক রামস্বামীর সঙ্গেও দেখা করেছেন।
গত মাসে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর মধ্যে প্রথম দ্বিপাক্ষিক আলোচনায় বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিকে প্রধানমন্ত্রী মোদি প্রতিরক্ষা, শক্তি এবং প্রযুক্তিতে সম্পর্ক জোরদার করে কোয়াড লিডারস সামিটে ট্রাম্পকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন।