ঢাকা, ১২ মার্চ ২০২৫, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১১ রমজান ১৪৪৬ হিঃ

ভারত

মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(৩ সপ্তাহ আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯:৫৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:০৫ অপরাহ্ন

উত্তর পূর্ব ভারতের মণিপুর রাজ্যে অবশেষে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। হিংসাদীর্ণ মণিপুরে দুই বছর পরে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের পর পরবর্তী মুখ্যমন্ত্রী নির্ধারণ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দেয়। রাজ্য বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর বিষয়ে ঐকমত্যে আসতে ব্যর্থ হওয়ায় এবং বিধানসভা আহ্বান করা যায়নি বলে কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গিয়েছে। গত ২২ মাস ধরে মণিপুরে অশান্তির আবহ বিরাজ করছিল।এসবের মধ্যেই প্রায় ২৫০ জনের মৃত্যু হয়েছে একাধিক ঘটনায়। একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটেছে। হাজার হাজার মানুষ এই অশান্তির কবলে পড়ে বাস্তুচ্যূত হয়েছেন। বারবার তৎকালীন মূখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এরপর গত ৯ ফেব্রুয়ারি মণিপুরের রাজ্যপালের কাছে ইস্তফা পত্র জমা দিয়েছিলেন এন বীরেন সিং। 

বিজেপির উত্তর-পূর্বের দায়িত্বপ্রাপ্ত নেতা সম্বিত পাত্র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে মতবিরোধ মেটাতে দলের বিধায়কদের সাথে ইম্ফলে আলোচনা করেন। তবে মঙ্গলবার অগ্রগতির প্রাথমিক লক্ষণ থাকা সত্ত্বেও কোনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। এরপরেই রাষ্ট্রপতি শাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status