ঢাকা, ২৬ মার্চ ২০২৫, বুধবার, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রমজান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

বীরগঞ্জে মহাসড়কে আলু ফেলে প্রতিবাদ-সমাবেশ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবারmzamin

আলুর ন্যায্যমূল্য, হিমাগারের অন্যায্য ও অযৌক্তিক ভাড়া বৃদ্ধি বন্ধের দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে প্রতিবাদ ও সমাবেশ করে আলুচাষি ও ব্যবসায়ী সমিতি লিমিটেড। এ সময় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে আলু ফেলে সড়ক অবরোধ করেন বিক্ষুদ্ধ আলুচাষি ও ব্যবসায়ীরা। ঘণ্টাব্যাপী অবরোধের ফলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দাবিপূরণে এক সপ্তাহের সময় দিয়ে দুপুর ১২টায় অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় আলুচাষি ও ব্যবসায়ী সমিতির আয়োজনে বীরগঞ্জ পৌর শহরের বিজয় চত্বরের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে আলুচাষি ও ব্যবসায়ী সমিতি লিমিটেডের সভাপতি মো. আব্দুল মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হর সুন্দর বর্মণ, আলুচাষি কাজী আনোয়ার হোসেন, সন্তোষ কুমার, মো. আজিজুল ইসলাম, মো. একরামুল হক প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, গত মৌসুমে আলু চাষ করে কৃষক এবং ব্যবসায়ীরা লাভবান হলেও এবার তারা সর্বস্বান্ত। আলুচাষে এবার বেশির ভাগ কৃষক তাদের সব পুঁজি বিনিয়োগ করেছেন। কিন্তু একদিকে আলুর দাম নেই, আরেক দিকে হিমাগার মালিকদের সিন্ডিকেট। আলু নিয়ে ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। আবার আলু হিমাগারে রাখতে গিয়ে ভাড়া বৃদ্ধির কবলে পড়েছেন তারা। আগে ৬০ কেজি ওজনের একটি আলুর বস্তা ৩৫০ টাকা হিমাগার ভাড়া পরিশোধ করতে হতো কিন্তু বর্তমানে তা বৃদ্ধি করে ৫২০ টাকা করা হয়েছে। বিদ্যুতের দাম বাড়েনি, বাড়েনি হিমাগারে শ্রমিকদের বেতন। তাহলে কী কারণে ভাড়া বৃদ্ধি করা হলো- এটা আমরা জানতে চাই। আগামী ৭ দিনের মধ্যে যদি দাবি না মানা হয় তাহলে সকল আলুচাষি ও ব্যবসায়ীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা।

দুপুরে ঘটনাস্থলে এসে উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহী উভয়পক্ষের সঙ্গে অলোচনা করে কৃষক ও ব্যবসায়ীদের যৌক্তিক দাবি পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে জানিয়ে আশ্বাস প্রদান করলে অবরোধ তুলে নেন।

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status