ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

সংস্কার কোনো ধর্মীয় গ্রন্থ নয়, চলমান প্রক্রিয়া: গয়েশ্বর

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবারmzamin

 বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সংস্কার আল্লাহ্‌ প্রদত্ত কোনো কোরআন নয়, বাইবেল নয় এবং হিন্দুদের বেদও নয়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি সময়ের প্রয়োজনে পরিবর্তন করতে হয়। গতকাল সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের চুনকোটিয়া গার্লস স্কুল মাঠে বিএনপি’র সদস্যপদ নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, সংস্কার নিয়ে এখন নানামুখী ষড়যন্ত্র চলছে। সংস্কার নিয়ে প্রশাসনের মধ্যে ষড়যন্ত্র রয়েছে। দলের মধ্যে রয়েছে। দেশের বাহির থেকেও ষড়যন্ত্র করা হচ্ছে। কিছু ষড়যন্ত্র দৃশ্যমান এবং কিছু ষড়যন্ত্র অদৃশ্য। বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে, এজন্য একটি দল সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনকে বিলম্বে অনুষ্ঠিত হওয়ার জন্য নানাবিধ ষড়যন্ত্র করছে। তিনি বলেন, শেখ মুজিব বাকশাল গঠন করেছিলেন। কিন্তু বাকশাল কী জিনিস? এটি খায় না মাথায় দেয়- সেটি তার দলের কর্মীরা বুঝতো না। তাই তিনি জীবন দিয়ে এর খেসারত দিয়েছেন। 
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ মুজিবের দু’বার মৃত্যুবর্ষ পালন করতে হবে। একবার ১৫ই আগস্ট আরেকবার ৫ই আগস্ট। শেখ হাসিনা উন্নয়নের দোহাই দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছিল। এজন্য সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গয়েশ্বর বলেন, বিএনপি করা লোকের অভাব নেই। তাই ধার করা লোক দিয়ে বিএনপি করার প্রয়োজন নেই। ভোটের মালিক জনগণ, দেশের মালিকও জনগণ। তাই এমন কোনো কর্ম করা যাবে না যেন ভোটের বাজারে, ব্যালট বাক্সে আগুন লাগে। সকল কর্মীদের সংযত হয়ে কথা বলতে হবে। আগে দেশ, পরে দল, তারপরে ব্যক্তি। যার যার ভোট তার তার হাতে। এখন স্বামীর কথায় বউ ভোট দেয় না। আবার বউয়ের কথায় স্বামীও ভোট দেয় না। 
তিনি বলেন, কয়েকদিন ধরে দেশে যা ঘটছে তা ভোট বন্ধ করতে কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না সে বিষয়ে আমাদের ভাবতে হবে। গুজবে কেউ কান দেবেন না, দৌড় দেবেন না। সব লোক কিন্তু আওয়ামী লীগ করে না এবং বিএনপি করে না। আওয়ামী লীগ-বিএনপি আচার আচরণে বছরে বছরে তাদের মন পরিবর্তন হয়। ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ, এডভোকেট সেলিম চৌধুরী, জয়নাল আবেদীন বাবুল, মোকারম হোসেন সাজ্জাদ ও মাহবুবুর রহমান মামুন প্রমুখ।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status