ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

খেলা

কালো পর্দার আড়ালে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্প

স্পোর্টস রিপোর্টার
৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবারmzamin

হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিডিয়া থেকে ক্রিকেটারদের আড়াল করতে তোড়জোড় শুরু করেছে। বিশেষ করে মিরপুর শেরেবাংলা মাঠে ক্রিকেটারদের অনুশীলন কভার করা এখন সংবাদকর্মীদের জন্য দুরূহ ব্যাপার। একাডেমির মাঠের চারপাশটা আড়াল করা হয়েছে লোহার শিটের বেস্টনি দিয়ে। একটি ছোট্ট জায়গা অবশেষে রাখা হলেও সেখান থেকে অনুশীলন দেখা বেশ কঠিন। আর গতকাল দেখা গেল ইনডোরেও লাগানো হয়েছে বড় বড় কালো পর্দা। যার আড়ালে শুরু হয়েছে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির অনুশীলন ক্যাম্প।  গেল এক মাস চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের ১১তম আসর। যে কারণে এই ক্যাম্পে চ্যাম্পিয়নস ট্রফি দলে ডাক পাওয়া সবার জন্য বাধ্যতামূলক ছিল না। এদিন উপস্থিত ছিলেন মাত্র পাঁচ ক্রিকেটার। তবে প্রধান কোচ ফিল সিমন্স সহ কোচিং স্টাফের সবাই ছিলেন। ক্রিকেটারদের চেয়ে কোচদের সংখ্যাই বেশি ছিল গতকাল প্রথমদিনে। ব্যাটারদের মধ্যে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক ছাড়াও দুই বোলার মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। চ্যাম্পিয়নস ট্রফি দলের ১৫ জন ছাড়াও এই ক্যাম্পে ঢাক পেয়েছেন  আরো ৯ ক্রিকেটার। তাদের মধ্যে ছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও হামান মুরাদ। আজ তাদের সঙ্গে যোগ দিবেন মুশফিক হাসান ও সৈয়দ খালেদ আহমেদ। বিপিএলের ফাইনালে খেলা চ্যাম্পিয়নস ট্রফি দলের সদস্যরা বিশ্রামে আছেন।

 এছড়াও ওয়ার্ক লোড ম্যানেজম্যান্টের কারণে ছুটি দেয়া হয়েছে তাসকিন আহমেদ, নাহিদ রানা সহ বেশ কয়েকজনকে। তবে দলের একটি সূত্র জানিয়েছে ধীরে ধীরে অনুশীলনে সবাই অংশ নিবেন। ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ জনকে নিয়ে চলছে চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে ক্যাম্প। ১৩ই ফেব্রুয়ারি মধ্যরাতে দুবাইয়ে যাবে টাইগাররা। চ্যাম্পিয়নস ট্রফি দলের ওপেনার হিসেবে থাকা সৌম্য ও তানজিদ তামিম প্রথম দিনেই ঘাম ঝরিয়েছেন ব্যাট হাতে। ইনজুরি কাটিয়ে সৌম্য বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন চার ম্যাচ। একটি ফিফটিতে করেছেন ১০৫ রান। খুব একটা ভালো হয়নি তার বিপিএলের পারফরম্যান্স। অন্যদিকে তামিম নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন। ঢাকা ক্যাপিটালসের হয়ে ৪৪.০৯ গড়ে ১২ ম্যাচে করেছেন ১ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে ৪৮৫ রান। সর্বোচ্চ রানের তালিকাতে তার অবস্থান দ্বিতীয়। অন্যদিকে এই আসরে দেশের অন্যতম সেরা পেসার মোস্তাফিজের খুব একটা ভালো কাটেনি। ১২ ম্যাচে ঢাকা ক্যাপিটালসের হয়ে নিয়েছেন ১৩ উইকেট। সর্বোচ্চ ইউকেট শিকারির তালিকাতে নেই সেরা দশেও। তবে সিলেট স্ট্রাইকার্সে হয়ে তানজিম হাসান সাকিব ৯ ম্যাচে ১৬ উইকেট নিয়ে নিজেকে এগিয়ে রেখেছেন। যদিও চ্যাম্পিয়নস ট্রফি ওয়ানডে ফরম্যাটে তাই টি-টোয়েন্টির পারফরম্যান্স বিবেচনায় নেয়া কঠিন।

 তবে টিম ম্যানেজম্যান্সের একটি সূত্রের দাবি, ‘টি-টোয়েন্টিতে পারফরম্যান্সটাও বিচেনায় নিতে হবে। তারা যে ছন্দে আছে এটি তার প্রমাণ। আশা করি চ্যাম্পিয়নস ট্রফিতে ধারাবাহিকতা ধরে রাখতে পারবে। খেলার মধ্যে ছিল সবাই এটাই বড় বিষয়।’ আগামী ১৯শে ফেব্রুয়ারি পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। টুর্নামেন্টকে সামনে রেখে ৮ই ফেব্রুয়ারি জাতীয় দলের ক্যাম্প শুরু হবে আগেই জানিয়েছিল বিসিবি। তাই বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ১১তম আসরে পর্দা নামলেও জাতীয় দলের ক্রিকেটারদের খুব একটা বিশ্রামের সুযোগ নেই। ফরচুন বরিশালের টানা দ্বিতীয় শিরোপা ঘরে তোলার মধ্যে বিপিএলের পর্দা নামতেই জানিয়ে দিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে থাকা খেলোয়াড়দের আগামী পাঁচ দিনের কার্যক্রম। গতকাল দুপুর ২টায় জাতীয় দলের অনুশীলনে থাকবেন নাজমুল হোসেন শান্ত দল। যদিও এদিন অনুশীলনে আসেননি অধিনায়ক নিজেই। চ্যাম্পিয়নস ট্রফিতে চলতি মাসের ২০ তারিখ নিজেদের প্রথম ম্যাচে দুবাইয়ে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে পাকিস্তান ও নিউজিল্যান্ড বিপক্ষে দুটি ম্যাচ রাওয়ালপিন্ডিতে। দুবাইয়ে অবশ্য পৌঁছে পুরোদমে অনুশীলন শুরু করবে দল। ১৫ই ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর টানা অনুশীলন শেষে ভারতের মুখোমুখি হবে। ২১শে ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত ছেড়ে পাকিস্তান যাবে টাইগাররা।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status