ঢাকা, ১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ রমজান ১৪৪৬ হিঃ

অনলাইন

প্রেস সচিব

ড. ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ, জড়িত ভারতীয় গণমাধ্যম

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ২:৪৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৩১ অপরাহ্ন

mzamin

‘দ্রোহের গ্রাফিতি’র প্রকাশনা উৎসব। ছবি: মানবজমিন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘জঙ্গি নেতা’ হিসেবে উপস্থাপনের জন্য কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে এবং এর সঙ্গে ভারতীয় গণমাধ্যম জড়িত বলে মন্তব্য করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে জি এম রাজিব হোসেনের ‘দ্রোহের গ্রাফিতি: ২৪-এর গণ-অভ্যুত্থান’র প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগ, চোরতন্ত্র ও গুমের জননী (সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বাংলাদেশের ন্যারেটিভকে চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। বারবার ওদের মেসেজগুলো দেখেন, ৩ হাজার পুলিশ মারা গেছেন। ওদের কাছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হলো ‘জঙ্গি লিডার’। ইউনূসকে ঘিরে আছেন কারা, ‘জঙ্গি লিডার’। এটি খুবই ওয়েল অর্কেস্টেড ক্যাম্পেইন, ইন্ডিয়ার মিডিয়াও এটার সঙ্গে জড়িত। মিলিয়ন অব ডলার খরচ করছে হাসিনার অলিগার্কগুলো।

পতিত সরকার নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘বিশ্বকে বোঝাতে চাচ্ছে তুমি যেটাকে গণঅভ্যুত্থান বলতে বলছো, সেটা আসলে গণঅভ্যুত্থান না। সেটা আসলে এটা হয়েছে।’

প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশের ইতিহাস বদলের চেষ্টা হয়েছে। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে ১৯৭৪ সালের দুর্ভিক্ষ নিয়ে গবেষণা ও লেখা প্রকাশিত হয়নি।’ 

তিনি বলেন, ‘যে আফতাব আহমেদ বাসন্তীর ছবি তুলেছেন, তিনি রহস্যজনকভাবে মারা গেছেন। কেউ তদন্ত করেনি। রক্ষীবাহিনীর হাতে ৩০ হাজার লোক মারা গিয়েছিল। ১৫ বছর ধরে ইতিহাস মুছে নতুন ইতিহাস চাপানোর চেষ্টা হয়েছে। শোষণ করার মূল হাতিয়ার ইতিহাস ভুলিয়ে দেওয়া। যে নিপীড়নকারী, সে নিজেকে নিপীড়নের শিকার বলে জাহির করেছে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। এছাড়া সাংবাদিক কাদের গণি চৌধুরী ও সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।

পাঠকের মতামত

আপনারাই তো অনেকক্ষেত্রে ভারত কে সেই সুযোগ করে দিচ্ছেন। যেমন ৩২ থেকে গাজীপুরের মোজাম্মেল ক্যান্ড। এই ঘটনাগুলো সময় আইনশৃঙ্খলা বাহিনী ঘুমিয়ে ছিল নাকি ঘুমিয়ে রাখা হয়েছিল? দায়সারা গোছের বিবৃতি দিয়ে সবকিছু ঢেকে রাখা যায় না। বিশেষ গোষ্ঠীর নিকট আপনারা জিম্মি হয়ে গেছেন। এই গোষ্ঠী হতে বের হয়ে জাতীর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ দায়িত্ব নিরেপেক্ষ ভাবে পালন করেন।

মোঃ মোদাচ্ছের হোসেন
৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ৪:১৫ অপরাহ্ন

BAL must be banned forever.

Masud Khan
৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ৩:২৬ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status