ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শাবান ১৪৪৬ হিঃ

অনলাইন

গ্যাংওয়ার চূড়ান্ত রূপ ধারণ করেছে সুইডেনে, শংকিত প্রধানমন্ত্রী ক্রিস্টারসন

মানবজমিন ডিজিটাল

(১ সপ্তাহ আগে) ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ২:১৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:২৮ পূর্বাহ্ন

mzamin

সুইডেনের স্কুলে বন্দুকধারীর হামলায় মৃত্যু হয়েছে দশ জনের। মৃতদের মধ্যে আততায়ী নিজেও রয়েছে বলে খবর। যদিও আততায়ীর পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। রাজধানী স্টকহোম থেকে প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে মধ্য সুইডেনের ওবেরোর একটি স্কুলে এই ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে স্টকহোমের অ্যাপার্টমেন্টে মিলিশিয়া নেতা সালওয়ান মোমিকার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। সব মিলিয়ে সুইডেনের স্টকহোম, মালমো, গোথেনবুর্গের মতো শহরে গ্যাংওয়ার জটিল আকার  ধারণ করেছে। শপিং সেন্টারগুলিতে দিনের আলোতে গোলাগুলি চলছে। কিন্তু কীভাবে ইউরোপীয় দেশটি এমন সহিংস হয়ে উঠলো?

সুইডেনের এই পরিস্থিতি হঠাৎ নয়। ইউরোপের সবচেয়ে বড় ‘গান ভায়োলেন্স’ হয়েছে সুইডেনেই। মাত্র এক কোটি জনসংখ্যার দেশে ২০২৪ সালের স্রেফ ডিসেম্বরেই গ্যাংওয়ারের বলি ৪০! শতাংশের বিচারে যা অত্যন্ত উদ্বেগজনক। তবে এরও আগে গত শতকের নয়ের দশক থেকেই গ্যাংয়ের বাড়বাড়ন্ত শুরু হয়ে গিয়েছে সুইডেনে। যা ক্রমশই ভয়াবহ আকার ধারণ করেছে। সুইডেনে বাড়তে থাকা হিংসা তাদের নিয়ন্ত্রণের বাইরে বলে আতঙ্ক প্রকাশ করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী উইফ ক্রিস্টারসন। তাকে বলতে শোনা গিয়েছে, ‘এটা সুইডেনের এমন এক সমস্যা, যা অনেক দিন ধরেই ঘটে চলেছে। এই হিংসার উপর আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই, এটা স্পষ্ট।’ ২০২৫ সালের প্রথম মাসে সুইডেন একটি হত্যাকাণ্ডসহ ৩১টি বিস্ফোরণ রেকর্ড করেছে। ইউকে এক্সপ্রেসের একটি প্রতিবেদনে লেখা হয়েছে, গত বছরে তিন দিন পর পর বোমা হামলা এবং প্রতি ২৮ ঘণ্টায় গোলাগুলির চালানোর ঘটনা ঘটেছে।  

গ্যাংওয়ার  সুইডেনে নতুন নয়। ৯০ এর দশক থেকে লস ব্যান্ডিডোস এবং হেলস অ্যাঞ্জেলসের মতো গ্যাংগুলির মধ্যে  প্রতিদ্বন্দ্বিতা দেখেছে দেশবাসী। এই গ্যাংগুলির সদস্যদের সানগ্লাস, চামড়ার জ্যাকেট এবং হার্লে-ডেভিডসন মোটরসাইকেলের কারণে সহজেই চিহ্নিত করা যেতে পারে। নতুন দলগুলো মধ্যপ্রাচ্য এবং বলকান দেশ থেকে আসা অভিবাসীদের নিয়ে গঠিত। সহিংসতা মারাত্মক আকার ধারণ করেছে। অপরাধ জগৎ নিয়ে গবেষণা করা খোশনুদ সুইডেনের অভিবাসী গ্যাং সম্পর্কে একটি আকর্ষণীয় বিষয় তুলে ধরেছেন। খোশনুদ বলেন, ‘আমরা গ্যাং এবং অপরাধী নেটওয়ার্কের উপর যে গবেষণা করেছি তা দেখায় যে তাদের অপরাধপ্রবণতা ধর্মীয় বিশ্বাস বা জাতির উপর ভিত্তি করে নয়। এই অপরাধী গ্যাং এবং নেটওয়ার্কগুলির সাথে যুক্ত প্রায় ৯০% ব্যক্তি অভিবাসী ব্যাকগ্রাউন্ডের। তারা মধ্যপ্রাচ্য এবং বলকান থেকে এসেছে। আপনি একই গ্যাংয়ে তাদের উভয়ের মিশ্রণ দেখতে পাবেন। তাদের জন্য যা গুরুত্বপূর্ণ তা হল দলের প্রতি বিশ্বস্ত থাকা এবং মাদক পাচার। তাই দলের মধ্যেই প্রতিশোধ এবং মাদক পাচারের সময় এতো সহিংস ঘটনা ঘটছে। সুইডিশ সরকার বিশেষ দল গড়ে সমস্যা সমাধানের চেষ্টা করছে। সুইডিশ প্রধানমন্ত্রী মোমিকার মৃত্যুর বিষয়ে বলেছেন, আমি গ্যারান্টি দিতে পারি যে দেশের নিরাপত্তা পরিষেবাগুলি এর সাথে গভীরভাবে জড়িত। বিদেশী শক্তির সাথেও এদের সংযোগ রয়েছে।'

সূত্র : ইন্ডিয়া টুডে

পাঠকের মতামত

নগর পুড়লে দেবালয় কী রক্ষা পায়? যারা বিশ্ব-ই যখন অস্থির......

জনতার আদালত
৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৩:৪৭ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

ফারুক খানের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস/ শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না

ছাত্রদের নতুন দল / সদস্য সচিব পদ নিয়ে টানাপোড়েন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status