ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ শাবান ১৪৪৬ হিঃ

অনলাইন

যত্রতত্র থামবেনা টিকিট ছাড়া ওঠা যাবে না

ঢাকায় নামছে গোলাপি রঙের ২৬১০ বাস

স্টাফ রিপোর্টার

(২ সপ্তাহ আগে) ৪ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৭:২৮ অপরাহ্ন

mzamin

সড়কে শৃঙ্খলা আনতে আব্দুল্লাহপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচল করবে ২১টি কোম্পানির ২ হাজার ৬১০টি বাস। প্রতিটি বাসের রঙ হবে একই। গোলাপী রঙের এসব বাস যত্রতত্র থামবে না। যাত্রীরাও চাইলে যত্রতত্র নামতে পারবেন না। কারণ এসব বাস পরিচালনার জন্য কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। যাত্রীরা আগে থেকে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করবেন। পরে কাউন্টারে বাস থামার পর যাত্রীরা উঠবেন। আবদুল্লাহপুর থেকে ঢাকার বিভিন্ন রুটে এসব বাস চলবে। আগামী বৃহস্পতিবার  থেকে এসব বাস চলাচল শুরু করবে। তার আগে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করবে। মঙ্গলবার মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে গত ১৬ বছর ধরে ঢাকা শহরে বাস-মিনিবাস চুক্তিতে যাত্রী পরিবহন করছে। এতে গাড়ী চলাচলে অসম প্রতিযোগিতার সৃষ্টি হয়। যত্রতত্র যাত্রী উঠা-নামা করার কারণে সড়কে যানজট ও বিশৃংখলা সৃষ্টি এবং দূর্ঘটনা ঘটছে। তিনি বলেন, গত ১৯ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের উপদেষ্টার সভাপতিত্বে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরে যানজট নিরসন এবং বায়ু দূষন নিয়ন্ত্রন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত অনুযায়ী গাড়ীর মালিকরা গাড়ী চালকদের সঙ্গে ট্রিপ ভিত্তিক চুক্তি না করে পাক্ষিক বা মাসিক ভিত্তিতে চুক্তি সম্পাদন করতে বলা হয়েছে। তাই আগামী বৃহস্পতিবার প্রাথমিকভাবে গাজীপুর থেকে ঢাকার বিভিন্ন গন্তব্যে টিকেট কাউন্টার ভিত্তিতে চালকরা গাড়ী চালাবেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আব্দুল্লাহপুর থেকে কাউন্টার সার্ভিসের উদ্বোধন করা হবে।

সাইফুল আলম বলেন, চলতি মাসের মধ্যে মিরপুর, গাবতলি, মোহাম্মদপুরে চলাচল করা বাসগুলো টিকিট কাউন্টারের মাধ্যমে পরিচালনা করা হবে।  এখন থেকে বাস কাউন্টার পদ্ধতিতে চালাতে হবে এবং যাত্রীদেরকে নির্দিষ্ট কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করে গাড়ীতে যাতায়াত করতে হবে। নির্দিষ্ট স্টপিজ ছাড়া গাড়ী দাঁড় করানো যাবে না এবং যাত্রী উঠানো যাবে না। যাত্রীরাও নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠবেন। টিকেট কাউন্টার ভিত্তিতে গাড়ি পরিচালনায় বাস চালক এবং সহকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জানিয়ে সাইফুল বলেন, টিকিট পদ্ধতিতে যাত্রী পরিবহনে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া পরিবহন শ্রমিকরা যাতে যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করেন, তা বলা হয়েছে। সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, কোষাধ্যক্ষ এ এস এম আহম্মেদ খোকন, দপ্তর সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ প্রমূখ উপস্থিত ছিলেন।
 

পাঠকের মতামত

যাত্রতত্র গাড়ি থামানোর পক্ষে কেউই থাকবে না। কিন্তু এক স্টপেজ থেকে যদি অন্য স্টপেজ অনেক দূরে হয় তাহলে বিবেচনা করে মাঝখানে যাত্রী নামাতেই হবে অন্যথায় এ সার্ভিস মারা খাবে

Inam
৪ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৮:২০ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

ফারুক খানের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস/ শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না

ছাত্রদের নতুন দল / সদস্য সচিব পদ নিয়ে টানাপোড়েন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status