কলকাতা কথকতা
এবার শান্তিনিকেতনে হানা ইডির, পার্থ-অর্পিতার মামলার শুনানি আজ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ সপ্তাহ আগে) ৩ আগস্ট ২০২২, বুধবার, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ অপরাহ্ন

বুধবার ভোরের আলো তখন সবে ফুটতে আরম্ভ করেছে। সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে ১০টি গাড়িতে ৪০ জন আধিকারিকের দল রওনা হলো শান্তিনিকেতন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ( ইডি) গন্তব্য এবার শান্তিনিকেতনে পার্থ-অর্পিতার রিসোর্ট 'অপা' এবং বেশ কিছু ফ্ল্যাট বাড়ি যেগুলির রেজিস্ট্রেশন হয় পার্থ চট্টোপাধ্যায়ের নামে কিংবা অর্পিতার নামে।
এই প্রতিবেদন ঢাকা পাঠানোর সময় তল্লাশি শুরু হয়ে গেছে। মঙ্গলবার অর্পিতার তিনটি নেল সালো ও চারটি ফ্ল্যাটে হানা দেয়ার পর আজ এই অভিযান। এর মধ্যেই আজ পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে তোলা হচ্ছে বাঙ্কশাল আদালতে ইডির বিশেষ কোর্টে পরবর্তী শুনানির জন্য। ইডির আইনজীবীরা পার্থ-অর্পিতার হেফাজতের মেয়াদ আরও কয়েকদিন বাড়ানোর আবেদন করবেন। পার্থ-অর্পিতার আইনজীবীরা জামিনের আবেদন করবেন। এরমধ্যেই অবশ্য অর্পিতার জন্য আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে মহিলা সেল তৈরি আছে, পার্থর জন্য তৈরি প্রেসিডেন্সি সংশোধনাগার।