ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

আলী রীয়াজের নতুন বই ‘আমিই রাষ্ট্র’-এর প্রকাশনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

(৫ মাস আগে) ২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ৯:১৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:২০ অপরাহ্ন

mzamin

রাষ্ট্রবিজ্ঞানী, লেখক ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজের নতুন বই ‘আমিই রাষ্ট্র’-এর প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান নি‌য়ে বি‌শেষ প্রদর্শনী‌তে এ প্রকাশনা অনুষ্ঠিত হয়।

এছাড়া একইস‌ঙ্গে আরও তিন‌টি বই‌য়ের প্রকাশনা অনু‌ষ্ঠিত হয়। সেগুলো হ‌লো, আইন উপ‌দেষ্টা ড. আ‌সিফ নজরু‌লের 'শেখ হা‌সিনার পতনকাল', জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আল মাসুদ হাসানউজ্জামা‌নের 'ছাত্র-জনতার অভ্যুত্থান' এবং প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শ‌রি‌ফ সম্পা‌দিত 'জুলাই গণঅভ্যুত্থা‌নের সাক্ষ্য'।

অনুষ্ঠান‌টি সঞ্চালনা ক‌রেন প্রথম আ‌লো সম্পাদক ম‌তিউর রহমান।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, বাংলা‌দে‌শে দুবার প্রবল স্বৈরতন্ত্র–কবলিত হয়েছিল। প্রথমবার ১৯৭৫ সালে বাকশাল গঠনের করে গণতন্ত্রকে রোধ করার মাধ্যমে। তখন এক দেশ, এক নেতা, এক পার্টি মিলে এক অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আর দ্বিতীয়বার আবার এক ভয়ানক স্বৈরশাসক হিসেবে আবির্ভূত হলেন শেখ হাসিনা। তিনি বইয়ে কেন বারবার ব্যক্তিগত স্বৈরতন্ত্রের সৃষ্টি হচ্ছে, তার কারণ অনুসন্ধান করেছেন।'পাশাপাশি কী করে এ থেকে উত্তরণ লাভ করা যায়, সেই দিকও উল্লেখ করেছেন এই রাষ্ট্র‌বিজ্ঞানী।

এর আ‌গে ‘জুলাই-জাগরণ’ প্রদর্শনী ঘুরে দেখেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আমিই রাষ্ট্র বইটিতে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র শাসনের প্রকৃতি ও পরিসর বিশ্লেষণের পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের শাসনের উত্থান রোধের জন্য করণীয় কী সে বিষয়েও আলোকপাত করা হয়েছে। একই সঙ্গে এক ঐতিহাসিক ক্রান্তিলগ্নে দাঁড়ানো বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত বলা হয়েছে।

বইটি পাওয়া যাবে প্রথম প্রকাশনে। বইটির মূল্য রাখা হয়েছে ৩২৫ টাকা।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status