ভারত
আরজি কর হাসপাতালে নারী চিকিৎসক খুন
এবার সিবিআইও মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(২ সপ্তাহ আগে) ২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ২:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন
কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসক খুন ও ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত আসামি সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে এবার
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে।
এর আগে পশ্চিমবঙ্গ সরকার হাইকোর্টে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মামলা করে। সেই সময় সিবিআই সরকারের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিল। শুক্রবার হাইকোর্ট এই সংক্রান্ত শুনানিতে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ আগামী সোমবার সিবিআইয়ের মামলাটি শুনবে বলে জানিয়েছেন।
প্রায় দু’মাসের বেশি সময় ধরে নারী চিকিৎসক খুনের বিচারপ্রক্রিয়া চলেছে শিয়ালদহ আদালতে। সিবিআই এই মামলার চার্জশিটে একমাত্র অভিযুক্ত হিসাবে সঞ্জয়কে চিহ্নিত করেছিল। সিবিআই অভিযুক্তর সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছিল। তবে নিম্ন আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এবং আমৃত্যু কারাবাসের নির্দেশ দেয়। এর পরেই সরকার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়। তারা সঞ্জয়ের ফাঁসির নির্দেশের আবেদন জানিয়েছে।
এবার একই দাবিতে সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্যের আবেদনকে কোর্টে চ্যালেঞ্জ করেছে সিবিআই!
শুক্রবার এ ব্যাপারে আদালতের দৃষ্টি আকর্ষণ করলে বিচারপতিরা জানান, আগামী সোমবার রাজ্যের আবেদনের সঙ্গে সিবিআইয়ের মামলাটিও শোনা হবে।
শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস সঞ্জয়ের শাস্তি ঘোষণা করতে গিয়ে জানিয়েছিলেন, এটি বিরলের মধ্যে বিরলতম বলে তিনি মনে করছেন না। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৬ এবং ১০৩ (১) তিনটি ধারাতেই সঞ্জয়ের অপরাধ প্রমাণিত। তাই তাকে আমৃত্যু কারাবাস করতে হবে।