ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাবান ১৪৪৬ হিঃ

শেষের পাতা

মোংলা বন্দরে নিলামে বিলাসবহুল ৭০ গাড়ি

বাগেরহাট প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবারmzamin

মোংলা বন্দরের মাধ্যমে আনা নামিদামি ব্র্যান্ডের বিলাসবহুল ৭০টি গাড়ি আমদানিকারকরা ছাড় না করায় শেষ পর্যন্ত নিলামে উঠেছে। গত মাসে এই 
গাড়িগুলো বিক্রির জন্য মোংলা কাস্টমস হাউজে হস্তান্তর করা হয়। সোমবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও মোংলা কাস্টমস হাউজে দরপত্র জমা দেয়া ছাড়াও অনলাইনে বিট করেছেন ব্যবসায়ীরা। আগামী ২৯শে জানুয়ারি দরপত্র খোলা হবে এবং যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ দরদাতাকে প্রাপ্ত গাড়ির বিক্রয় আদেশ জারি করা হবে। কাস্টমস হাউজের সহকারী কমিশনার মো. রুবেল হাসান এ তথ্য নিশ্চিত করে জানায়, মোংলা বন্দরে আমদানির পর ইয়ার্ড এবং বিভিন্ন শেডে রাখা নির্ধারিত সময়সীমা ৩০ দিনের বেশি অতিবাহিত হওয়ায় নিলামে বিক্রির জন্য মোংলা বন্দর থেকে ৩০০টি গাড়ি কাস্টমসের কাছে গত মাসে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে এলিয়ন, ফিল্ডার, হাইব্রিড, প্রাডো ল্যান্ড ক্রজার, ভেসেল, হারিয়ারসহ ৭০টি নামিদামি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি নিলামে তুলেছে মোংলা কাস্টমস। 

এই কর্মকর্তা জানান, ২০০৯ সালের ৩রা জুন জাপান থেকে মোংলা বন্দরে গাড়ি আমদানি শুরুর পর মোংলা কাস্টমসের রাজস্ব আয়ের শতকরা ৫২ শতাংশ আসে আমদানি করা গাড়ির শুল্ক খাত থেকে। তবে আমদানি করা গাড়ি দীর্ঘদিন বন্দরে পড়ে থাকলে অন্যান্য পণ্য রাখায় সমস্যা তৈরি হয়। নিলাম প্রক্রিয়া চালু রাখলে গাড়ি বা অন্যান্য পণ্য রাখতে ব্যবসায়ীদের সুবিধার পাশাপাশি সঠিক সময়ে সরকারের রাজস্ব আদায় সম্ভব হয়। আমদানিকারকরা সময়মতো গাড়িসহ অন্যান্য পণ্য ছাড় না করার কারণে তা নিলামযোগ্য হলে তা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। সেই ধারাবাহিকতায় সোমবার মোংলা বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা ৩০০টি নিলামযোগ্য গাড়ির মধ্যে ৭০টি বিলাসবহুল গাড়িসহ অন্যান্য পণ্য নিলামে তোলা হয়েছে। ৭০টি গাড়ি নিলামে ক্রয় করতে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও মোংলা কাস্টমস হাউজে দরপত্র জমা দেয়া ছাড়াও অনলাইনে বিট করেছেন ব্যবসায়ীরা। আগামী ২৯শে জানুয়ারি দরপত্র খোলা হবে এবং যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ দরদাতাকে প্রাপ্ত গাড়ির বিক্রয় আদেশ জারি করা হবে। বাকি ২৩০টি গাড়িও পর্যায়ক্রমে নিলামে ওঠানো হবে।’ এই গাড়িগুলোর মধ্যে শুল্কমুক্ত সুবিধায় মোংলা বন্দরে আনা পলাতক সাবেক তিনজন সংসদ সদস্য টাঙ্গাইল-৮ আসনের অনুপম শাহজাহান জয়, দিনাজপুর-১ আসনের মুহাম্মদ জাকারিয়া ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য নাসিমা জামান ববি’র তিনটি ল্যান্ড ক্রজার গাড়ি রয়েছে। গত ২০২৩-২৪ অর্থ বছরে ১৪টি নিলামে ২২০০ গাড়ি তোলা হয়। এর মধ্যে মাত্র ২০০টি গাড়ি বিক্রি করতে পেরেছেন মোংলা কাস্টমস হাউজ।

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status