ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাবান ১৪৪৬ হিঃ

ভারত

আরজি কর হাসপাতালের নারী চিকিৎসক খুন

সাজাপ্রাপ্ত আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে সরকারের আবেদনের বিরোধীতায় সিবিআই

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(১ সপ্তাহ আগে) ২২ জানুয়ারি ২০২৫, বুধবার, ২:৩৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:২৪ পূর্বাহ্ন

mzamin

কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসক খুনের মামলায় শিয়ালদহ আদালতের দেয়া রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকার কলকাতা হাইকোর্টে যে আবেদন করেছে তার বিরোধীতা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। 

বুধবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি রশিদির ডিভিশন বেঞ্চে সিবিআইয়ের পক্ষে ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার বলেন, অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি চেয়ে রাজ্য সরকারের আবেদনের বিরোধীতা করছেন তারা। তিনি আদালতে প্রশ্ন তুলে বলেন, সিবিআইও এই মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তিই চেয়েছিল। তবে নির্যাতিতার পরিবার, সিবিআই কিংবা অভিযুক্ত হাইকোর্টের দ্বারস্থ না হলে, রাজ্য কীভাবে এই আবেদন করতে পারে? 

তবে রাজ্যের আইনজীবীরা জানান, সিআরপিসি ৩৭৭ এবং ৩৭৮ ধারা অনুসারে রাজ্য সরকার এই আবেদন করতে পারে। 

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের বক্তব্য, তদন্ত এবং আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। আরজি কর-কাণ্ডের মামলাটির তদন্ত প্রথমে রাজ্যের পুলিশ করেছিল। তার পরে সিবিআইকে হস্তান্তর করা হয়। ফলে রাজ্যের আবেদন গ্রহণযোগ্য হওয়া উচিত বলে আদালতে জানান তিনি। বুধবার হাইকোর্টে শুনানির সময়ে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের এক আইনজীবীও উপস্থিত ছিলেন। তিনি আদালতে মামলা লড়তে চান বলে জানান । 

গত সোমবার শিয়ালদহ আদালত আরজি কর-কাণ্ডে দোষী সঞ্জয়ের আমৃত্যু কারাবাসের শাস্তি ঘোষণা করে। বিচারক অনির্বাণ দাস এই ঘটনাকে ‘বিরলের মধ্যে বিরলতম’ হিসাবে বিবেচনা করেননি। সোমবার আদালতের শাস্তি ঘোষণার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করে বলেন, আরজি করের ঘটনাকে তিনি ‘বিরলের মধ্যে বিরলতম’ ঘটনা বলেই মনে করছেন। সঞ্জয়ের ফাঁসির দাবিও তোলেন তিনি।

সোমবারই মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে জানান, শিয়ালদহ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হবে রাজ্য।

সেই মতো ২৪ ঘণ্টার মধ্যে মঙ্গলবার মামলা দায়ের করতে চেয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। বিচারপতি বসাক এবং বিচারপতি রশিদির ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দেয়। বুধবার সেই মামলা শুনানির জন্য উঠেছিল।

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status