ভারত
মহারাষ্ট্রে অবৈধ বাংলাদেশিদের নিয়ে পুঙ্খানুপুঙ্খ অডিট করার দাবি জানিয়েছে শিবসেনা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(৩ সপ্তাহ আগে) ২২ জানুয়ারি ২০২৫, বুধবার, ২:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২৩ পূর্বাহ্ন
বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপরে নৃশংস হামলার পরিপ্রেক্ষিতে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা মহারাষ্ট্র জুড়ে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ব্যাপক পুঙ্খানুপুঙ্খ অডিট এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে। শিবসেনার রাজ্যসভার সদস্য এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ দেওরা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নভিশকে এ ব্যাপারে একটি চিঠি পাঠিয়েছেন।
এই ‘জরুরি সমস্যা’র দিকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেওরা লিখেছেন, মহারাষ্ট্রে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের উপস্থিতি এবং বিভিন্ন সেক্টরে তাদের অনিয়ন্ত্রিত কর্মসংস্থান নিয়ে অবিলম্বে পদক্ষেপ নেয়া প্রয়োজন। দেওরা মনে করেন, মহারাষ্ট্র সরকারেরে উচিত একটি বিস্তৃত অডিট পরিচালনা করা। এই কাজে জেলা কালেক্টর, স্থানীয় পৌরসভা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে যুক্ত করা উচিত, যারা অনথিভুক্ত ব্যক্তিদের শনাক্তকরণ, যাচাইকরণ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সমন্বয় করে কাজ করবে।
শিবসেনা সাংসদ বলেন, নিয়োগকারী সংস্থাগুলোকে ডকুমেন্টেশন যাচাই না করেই অবৈধ অভিবাসীদের নিয়োগ ও কাজ দেয়ার ক্ষেত্রে দায়বদ্ধ রাখাও সমান গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আমি রাজ্য সরকারকে দৃঢ়ভাবে অনুরোধ করছি যে ব্যক্তিদের চাকরিতে নিয়োগের আগে সমস্ত নথির সত্যতা যাচাই করার জন্য নিয়োগকারী এজেন্সিগুলিকে বাধ্যতামূলকভাবে নির্দেশ পালন করতে হবে বলা হোক। এই দায়িত্ব পালনে অবহেলার জন্য দোষী সাব্যস্ত এজেন্সিগুলোকে জরিমানা এবং লাইসেন্স বাতিল করা প্রয়োজন।
এদিকে মহারাষ্ট্র জুড়ে অবৈধ বাংলাদেশির ধরতে ব্যাপক অভিযান চলছে। এজন্য ৯৩টি থানাতে বিশেষ টিম গঠন করা হয়েছে। বস্তি এলাকা, হোটেল, রেস্টুরেন্ট ও বারে অভিযান চালাতে বলা হয়েছে। মুম্বাই পুলিশ জানিয়েছে, গত ২০ দিনে ১৩৮ জন অবৈধ বাংলাদেশিকে আটক করা হয়েছে। এদের কাছে জাল আধার কার্ড, প্যান কার্ড ও অণ্যান্য নথি পাওয়া গিয়েছে। আর সাইফের উপর শরিফুলের হামলার পর থেকে গত ছয় দিনে ২০ জন অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।