ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাবান ১৪৪৬ হিঃ

অনলাইন

এই প্রথম ম্যারাথনে মানুষের সঙ্গে দৌড়বে রোবটও

মানবজমিন ডিজিটাল

(৩ সপ্তাহ আগে) ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ৮:৫১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:০৭ অপরাহ্ন

mzamin

এক অভূতপূর্ব ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে চীন। চলতি বছরে এপ্রিল মাসে বেইজিংয়ের ডাশিং জেলায় অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বের প্রথম মানব ও রোবটের ম্যারাথন। সাউথ চায়না মর্নিং পোস্টার রিপোর্ট অনুযায়ী, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম তিনজন সে মানুষ হোক বা রোবট, তাঁদের দেওয়া হবে বিশেষ পুরষ্কারও। এই  ম্যারাথনে (২১ কিমি) ১২ হাজার মানব দৌড়বিদের সঙ্গে প্রতিযোগিতা করবে একাধিক হিউম্যানয়েড রোবট।  প্রযুক্তি ও ক্রীড়াজগতের মিশেলে এক অবিস্মরণীয় মুহূর্তর সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব। ম্যারাথনটির আয়োজন করছে বেজিংয়ের ই-টাউনের প্রশাসন। প্রায় ২০টি সংস্থার দ্বারা তৈরি রোবট অংশ নেবে ম্যারাথনে। রোবটের অংশগ্রহণের জন্য বিশেষ নির্দেশিকাও রয়েছে। স্বয়ংক্রিয় এবং রিমোটচালিত দুই ধরনের রোবটই অংশগ্রহণ করতে পারবে। সেইসঙ্গে তাদের দুই পায়ে হাঁটা বা দৌড়ানোর মতো ক্ষমতা থাকতে হবে। এ ছাড়া রোবটগুলোর উচ্চতা দশমিক ৫ মিটার থেকে ২ মিটার (১ দশমিক ৬ ফুট থেকে ৬ দশমিক ৫ ফুট) মধ্যে হতে হবে এবং তাদের কোমরের জয়েন্ট থেকে পায়ের তলার সোল পর্যন্ত সর্বাধিক দৈর্ঘ্য কমপক্ষে দশমিক ৪৫ মিটার হতে হবে।

প্রতিযোগিতার মাঝপথে রোবটের ব্যাটারি পরিবর্তন করার ক্ষেত্রে স্বাধীনতা পাবে অপারেটররা। সবচেয়ে প্রত্যাশিত অংশগ্রহণকারীদের মধ্যে একজন হলেন "তিয়ানগং", এটি চীনের এমবডিড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স ইনোভেশন সেন্টার দ্বারা তৈরি একটি রোবট। তিয়ানগং গড়ে প্রতি ঘন্টায় ১০ কিলোমিটার গতিতে দৌড়তে পারে। গত বছর বেজিংয়ের একটি ম্যারাথনে প্রতিযোগীদের সঙ্গে দৌড়ে শিরোনামে এসেছিল। স্পোর্টিং ইভেন্টগুলিতে মানবিক রোবটগুলির প্রবর্তন চীনের জনসংখ্যাগত চ্যালেঞ্জ মোকাবেলার একটি বৃহত্তর উদ্যোগের অংশ। জনসংখ্যার বয়স বৃদ্ধি এবং সঙ্কুচিত কর্মশক্তির সাথে, চীন তার অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে অটোমেশন এবং রোবোটিক্সে প্রচুর বিনিয়োগ করেছে।

হিউম্যানয়েড রোবটগুলিকে স্বনির্ভর করতে চীন উঠেপড়ে লেগেছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিদ্বন্দ্বিতার মুখে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রোবোটিক্স অনুসারে, ২০২৩ সালে চীন বিশ্বের মোট রোবট ইনস্টলেশনের ৫১% এর কাজ সম্পন্ন করেছে। তারা ২ লক্ষ ৭৬ হাজার ২৮৮টি রোবট তৈরী করেছে। আগামী আগস্ট মাসে একটি ইভেন্টেরও পরিকল্পনা করছে চীন যেখানে হিউম্যানয়েড রোবট ট্র্যাক অ্যান্ড ফিল্ড, ফুটবল এবং অন্যান্য দক্ষতা-ভিত্তিক চ্যালেঞ্জগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করবে।

সূত্র : হিন্দুস্থান টাইমস

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status