ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

স্নায়ু সামলে সিলেটকে হারালো ঢাকা

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবারmzamin

শেষ ওভারে সিলেট স্ট্রাইকার্সের জয়ের জন্য প্রয়োজন ২৩ রান। ঢাকা ক্যাপিটালসের সবচেয়ে অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান শুরুর দুই বলেই হজম করলেন ১১ রান। যদিও শেষ পর্যন্ত স্নায়ুচাপ সামলে জয় পেয়েছে ঢাকাই। গতকাল বিপিএলের রুদ্ধশ্বাস ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৬ রানে হারায় ঢাকা ক্যাপিটালস। দুই দলের ৩৮৬ রানের ম্যাচে টি-টোয়েন্টি সুলভ রোমাঞ্চ ছিল ঠিকই, কিন্তু গ্যালারির বেশিরভাগ ছিল ফাঁকা। দুপুরে খেলা, ম্যাচ টেবিলের তলানির দুই দলের। তাই হয়তো আগেভাগে মাঠে আসার আগ্রহ পাননি দর্শকরা। তবে যারা এসেছিলেন তারা ঠিকই বিনোদন পেয়েছেন। 
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে ১৯৬ রান করে ঢাকা ক্যাপিটালস। জবাবে শেষ পর্যন্ত লড়াই করলেও ১৯০ রানে থেমে যায় সিলেটের ইনিংস। ব্যাট হাতে ১৭ বলে ৩৭ রান করার পর বোলিংয়ে ২ উইকেট নেওয়া ঢাকার লঙ্কান অধিনায়ক থিসারা পেরেরার হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার। চলতি আসরে এটি ঢাকার দ্বিতীয় জয়। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে উঠে এসেছে রাজধানীর দলটি। সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থাকা সিলেট আছে টেবিলের তলানিতে।
রান তাড়ায় ইনিংসের তৃতীয় ওভারেই জর্জ মানজিকে হারায় সিলেট। এক ওভার পর ফিরে যান আসরে তাদের সেরা ব্যাটার জাকির হাসানও। ৩২ রানে ২ উইকেট হারানোর পর অ্যারন জোন্সকে নিয়ে এগিয়ে যান রনি তালুকদার। দুজনের জুটিতে শুরুর চাপ কাটিয়ে ওঠে সিলেট। ৬ ওভারে ঢাকার স্কোরবোর্ডে জমা হয় ৩৭ রান।  রনি শুরু থেকেই রানের চাকা সচল রাখলেও শুরুতে কিছুটা সময় নেন জোন্স । এক পর্যায়ে ২৪ বলে ২৩ রানে ছিলেন এ মার্কিন ব্যাটার। পরে নাজমুল ইসলামের বলে ছক্কা-চার মেরে স্ট্রাইক রেট কিছুটা বাড়ান। তবে এরপর টিকতে পারেননি। দলীয় ১১২ রানে তিনি ফিরলে ভাঙে ৫৬ বলে ৮০ রানের জুটি। ২ ওভার পর ফেরা রনি তালুকদার করেন ৪৪ বলে ৯ চারে ৬৮ রান। শেষ ২৭ বলে সিলেটের প্রয়োজন ছিল ৭০ রান। সেখান থেকে লড়াই শুরু করেন আরিফুল হক ও জাকের আলী। সপ্তদশ ওভারে মোস্তাফিজের বলে দুটি ছক্কা মারেন আরিফুল। পরের ওভারে থিসারা পেরেরাকে হাঁকান আরও একটি ছক্কা। শেষ ২ ওভারে সমীকরণ দাঁড়ায় ৪০ রানের। ১৯তম ওভারের প্রথম ৩ বলে টানা ৪ হাঁকান জাকের। তবে চতুর্থ বলে তাকে থামিয়ে দেন মুকিদুল ইসলাম মুগ্ধ। এতে শেষ হয় ১৯ বলে ৪২ রানের জুটি। ৫ চারে ১৩ বলে ২৮ রান করেন জাকের। শেষ ওভারে আউট হওয়া আরিফুল খেলেন ২ চার ও ৩ ছক্কায় ১৩ বলে ২৯ রানের ইনিংস।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেন তানজীদ হাসান তামিম। কিন্তু ইনিংস বড় করতে পারেননি আসরের সেরা ব্যাটার। ১৬ বলে ২২ রান করেন তিনি। পঞ্চম ওভারে সিলেটের স্পিনার জোন্সকে পেয়েই আক্রমণাত্মক হয়ে ওঠেন লিটন, ছক্কা ও চার মেরে স্ট্রাইক রেট কিছুটা বাড়িয়ে নেন তিনি। তিন নম্বরে নেমে দ্রুত ফেরেন জেপি কোটজে। মোসাদ্দেক হোসেনও ৪ নম্বরে নেমে হতাশ করেন। দ্রুত উইকেট হারানোর কারণে নিজেকে খোলসবন্দি করে ফেলেন লিটন। পাঁচ নম্বরে নামা সাব্বির রহমানও শুরুতে সময় নেন কিছুটা। ১২ ওভারে ঢাকার সংগ্রহ ছিল ৩ উইকেটে ৮০ রান। লিটন ২৯ বলে ৩৩ ও সাব্বির ছিলেন ১২ বলে ৮ রানে। এরপর শুরু হয় ঢাকার ব্যাটারদের তাণ্ডব। শেষ ৮ ওভারে তারা করে ১১৬ রান। যার মধ্যে শেষ ৫ ওভারে আসে ৮১ রান। মূলত ২৪ বলে ২১ রান করা সাব্বির ফেরার পর পেরেরা আর লিটন মিলে তুলোধুনো করেন সিলেটের বোলারদের। দুজন মিলে মাত্র ২৮ বলে গড়ে তোলেন ৮১ রানের জুটি। ৩৮ বলে ফিফটি পূর্ণ করেন লিটন। অষ্টাদশ ওভারে আরিফুল হকের বলে লিটন একটি আর পেরেরা হাঁকান দুটি ছক্কা। সব মিলিয়ে ওভার থেকে ২৬ রান নেয় ঢাকা। ১৯তম ওভারে আউট হওয়ার আগে লিটন করেন ৪৮ বলে ৪টি করে চার-ছক্কায় ৭০ রান। আর পেরেরার ব্যাট থেকে আসে সমান ৩টি করে চার-ছক্কায় ১৭ বলে ৩৭ রান। 
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status