খেলা
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে এবার টি-টোয়েন্টি সেরা বরুণ
স্পোর্টস ডেস্ক
(২ সপ্তাহ আগে) ৪ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৮:২২ অপরাহ্ন

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সেরা পারফরম্যান্স করায় প্রথমবারের মতো ওয়ানডে স্কোয়াডেও যুক্ত হলেন বরুণ চক্রবর্ত্তী। দলের সাথে মঙ্গলবার থেকেই অনুশীলনে যোগ দেন ৩৩ বছর বয়সী এ স্পিনার।
সর্বশেষ ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে সিরিজ হারাতে সর্বোচ্চ ১৪ উইকেট নেন বরুণ। সিরিজে তার ৯.৮৬ গড় ও ৭.৬৬ ইকোনমি রেট ছিল।
২০২৪ সালে ভারতের প্রিমিয়ার লীগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরোপা জয়ী মৌসুমে ২১ উইকেট নেন বরুণ। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি সংস্করণে ভারতের জাতীয় দলে জায়গা করে নেন তিনি।
ইংল্যান্ড-ভারতের প্রথম ওয়ানডের ভেন্যু নাগপুরে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইয়ের ফ্লাইট ধরার আগে ভারত সবশেষ দুটি ওয়ানডে খেলবে আগামী ৯ ও ১২ই ফেব্রুয়ারি।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল (সহঅধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সাওয়াল, রিশাভ পান্ত, রবীন্দ্র জাদেজা, হার্ষিত রানা (প্রথম দুই ওয়ানডে), জসপ্রীত বুমরা (তৃতীয় ওয়ানডে) এবং বরুণ চক্রবর্ত্তী।