ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

ক্লাবের দাবি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত দিবেন ফারুক

ইশতিয়াক পারভেজ
২০ জানুয়ারি ২০২৫, সোমবারmzamin

 শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বরাবর স্মারকলিপি দিয়েছে ঢাকার ক্লাবগুলো। সেখানে তারা ১৬টি দাবি উপস্থাপন করেছে। এর মধ্যে অন্যতম সিসিডিএম ও ক্লাব ক্রিকেটকে বাদ দিয়ে গঠনতন্ত্রে যে সংশোধনী আনা হচ্ছে তা থেকে সরে আসা। আর বিসিবি’র গঠনতন্ত্র সংশোধন কমিটির আহ্বায়ক নাজমুল আবেদিন ফাহিমকে অপসারণ করা। এ নিয়ে তারা বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে আলোচনা করেছেন। তিনিও ক্লাবের নেত্রীবৃন্দকে আহ্বান জানিয়েছেন দ্রুতই সমস্যা সমাধানের বিষয়ে। দৈনিক মানবজমিনকে বিসিবি সভাপতি জানিয়েছেন তিনি এখনো স্বারকলিপি পড়ে দেখেননি। সেটি তিনি দেখে ও বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনা করে তার সিদ্ধান্ত দ্রুতই জানাবেন। বিসিবি সভাপতি বলেন, ‘আমি এখনো স্বারকলিপিটি ভালোভাবে দেখিনি। আমি সেটি নিয়ে বসবো পর্যালোচনা করে দ্রুতই আমাদের সিদ্ধান্ত জানাবো। দুই তিন দিন সময় লাগবে এ বিষয়ে আমার বার্তা দিতে। ভালো করে দেখে এরই মধ্যে জানাবো।’ 
অন্যদিকে ঢাকা ক্রিকেট ক্লাবের কনভেনার ও বিসিবি’র সাবেক যুগ্মসম্পাদক রফিকুল ইসলাম বাবু জানান বিসিবি সভাপতি তাদের জানিয়েছেন যে বোর্ড মিটিং করে তিনি সিদ্ধান্দ জানাবেন। বাবু বলেন, ‘আমাদের বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে। আমরা আমাদের স্বারকলিপি দিয়েছি। তিনি জানিয়েছেন গঠনতন্ত্র সংশোধনে ক্লাবগুলোকে উপেক্ষা করা হয়েছে সেই বিষয়ে বোর্ড সভায় আলোচনা করবেন। এছাড়াও গঠনতন্ত্র সংশোধন কমিটির আহবায়ক নাজমুল আবেদিন ফাহিমকে সরিয়ে দেয়ার বিষয়েও সিদ্ধান্ত নিবেন। তার মানে কমিটি পুনর্গঠন করা হবে। আমরা সেই অপেক্ষাতেই আছি।’ এরই মধ্যে ক্লাবের পক্ষ থেকে দেয়া তিন দিনের আল্টিমেটাম শেষ হয়েছে। গতকাল ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা বর্জন করেছে ক্লাবগুলো। বলা যায়, দেশের ক্রিকেট থমকে যাচ্ছে আরো একবার। এ নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ  বলেন, ‘আসলে আমাকে তাদের সবগুলো দাবি জানতে হবে। তারা যে স্বারকলিপি দিয়েছে সেটি ভালোভাবে পড়ে দেখতে হবে। এরপরই আমরা সিদ্ধান্ত জানাতে পারবো। তবে আমি যত দ্রুত সম্ভব তাদের দাবিগুলো দেখবো। এখন বয়কট করছে সেটি সমাধানে তো একটু সময় প্রয়োজন হবেই।’ 
মাঠের ক্রিকেট বয়কট করে ক্ষতি হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বাবু বলেন, ‘দেখেন পূর্বে মাঠে খেলা হয়নি এমন নজির আছে। তবে এখনকার মতো নয়। কারণ স্বাধীনতার পর থেকে ক্লাব ক্রিকেট নিয়ে এমন স্বৈরাচারী সিদ্ধান্ত কেউ নেয়নি। এমন নজির কেউ দেখাতে পারবে না। যে কারণে আমরা এমন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’ 
‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার অ্যাসোসিয়েশন’ চূড়ান্ত হওয়ার অপেক্ষায়
অন্যদিকে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার অ্যাসোসিয়েশনের ২১ সদস্যের কমিটি প্রস্তাব করা হয়েছে। তবে এখনো চূড়ান্ত করনা হয়নি। তবে জানা গেছে এই সংগঠনের অহবায়ক করা হয়েছে রফিকুর ইসলাম বাবুকে। এছাড়াও নয়া এই সংগঠনের প্রস্তাবিত কমিটির সদস্য সচীব সৈয়দ মনোয়ার হোসেন পাপ্পু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের ক্রিকেটার, কোচ ও আম্পয়ারদেরও সংগঠন আছে। তবে দূর্ভাগ্যবসত আমাদের সংগঠকদের কোন সংগঠন ছিলোনা। তবে ঢাকা ক্রিকেট ক্লাব আর্গানাইজার অ্যাসোসিশনের নাম আমারা যাত্রা করতে যাচ্ছি। এরই মধ্যে ২১ সদদ্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। তবে এখনো এই কমিটি এখনো প্রস্তাবি চূড়ান্ত করা হয়নি।  আমরা দ্রুতই এই কমিটি প্রকাশ করবো্‌। তবে কমিটির আহবায়ক করা হয়েছে রফিকুর ইসলাম বাবুকে। আর আমি আছি সদস্য সচীব হিসেবে।’

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status