বাংলারজমিন
ঝিনাইদহে ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি
ঝিনাইদহ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার
বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ হোটেল রেস্তরাঁ মালিক সমিতির আয়োজনে ঝিনাইদহ জেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করে। গতকাল সকাল ১১টায় ঝিনাইদহ প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। মানববন্ধনে ঝিনাইদহ জেলার ২৫০ হোটেল, রেস্তঁরা, মিষ্টির দোকান ও ফাস্টফুডের দোকানের মালিক ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা হোটেল রেস্তরাঁ মালিক সমিতি’র সভাপতি আবিদুর রহমান লালু, সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সৈয়দ আলী, এ কে আজাদ, সাকিব আহম্মেদ, সুব্রত ঘোষ, নাসির উদ্দীন, মেহেদী হাসান ও নিতাই ঘোষ প্রমুখ। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে মানুষের আয় রোজগার বহু অংশে কমে গিয়েছে। ফলে হোটেল রেস্তঁরাই আগের মতো এখন আর বেচাকেনা হয় না। অনেক হোটেল মালিক লোকসান করে পুজি হারিয়ে ব্যবসা বন্ধ করে দিয়েছে। তার উপর আবার নতুন প্রস্তাবিত বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% সম্পূরক শুল্ক ব্যবসায়ীদের জন্য প্রচুর চাপ সৃষ্টি করবে। বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহার না করলে আমরা ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হবো।