অনলাইন
দুদকের নতুন ডিজি হলেন আব্দুল্লাহ্-আল্-জাহিদ
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৫:১৩ অপরাহ্ন

পরিচালক থেকে মহাপরিচালক (ডিজি) পদে পদোন্নতি পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা আব্দুল্লাহ্-আল্-জাহিদ। আজ বৃহস্পতিবার সংস্থাটি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত ১৯৯৫ সালে দুর্নীত দমন ব্যুরোর সহকারী পরিচালক হিসেবে যোগ দেন আব্দুল্লাহ্-আল্-জাহিদ। ব্যুরো থেকে কমিশন রূপান্তর হওয়ার পর নিয়মিত পদোন্নতি পেয়ে সর্বশেষ দুদকের গোয়েন্দা ইউনিটের প্রধান হয়ে পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আবদুল্লাহ্-আল্-জাহিদ ঢাকার গভর্ণমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি আইন শাস্ত্রে এলএলবি এবং ব্যবসায় প্রশাসনে এমবিএ ডিগ্রী অর্জন করেন।
দুর্নীতি প্রতিরোধ বিষয়ে তিনি থাইল্যান্ডের এআইটি থেকে এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ে মালয়েশিয়া থেকে কোর্স সম্পন্ন করেন। এছাড়াও তিনি চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবং আমেরিকার আটলান্টায় বিভিন্ন ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।
পাঠকের মতামত
সুভ কামনা রইল আপনার জন্য। দেশবাসী একটি কার্যকরী ও শক্তিশালী কমিশন আশা করে,যারা দেশ থেকে দূর্ণীতি দমনে কঠোর ভুমিকা রাখবে।