খেলা
হামজা চৌধুরির সঙ্গে দেখা করলেন বাফুফে সভাপতি
স্পোর্টস ডেস্ক
(২ সপ্তাহ আগে) ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ২:৪২ অপরাহ্ন
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। সেখানে তিনি দেখা করেছেন বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষা করা হামজা চৌধুরির সঙ্গে। বুধবার রাতে লেস্টার সিটির এই ফুটবলারের মা-বাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেন তাবিথ। পরে নৈশভোজের সময়ে যোগ দেন হামজাও।
কিং পাওয়া স্টেডিয়ামে সেদিন লেস্টারের ম্যাচ থাকলেও মাঠের বাইরে ছিলেন হামজা। সেখানে তার মা-বাবার সঙ্গে সাক্ষাৎকার পর্ব সেরে একসঙ্গে লেস্টার-ক্রিস্ট্যাল প্যালেস ম্যাচ উপভোগ করেন বাফুফে সভাপতি। ম্যাচের পর পরিবার ও তাবিথের সঙ্গে নৈশভোজে আসেন হামজা চৌধুরি। ফিফার সব ধরনের আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। লাল-সবুজদের প্রতিনিধি হয়ে খেলতে আর কোনো বাঁধা নেই হামজার। আগামী ২৫শে মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদশের হয়ে অভিষেক হবার কথা রয়েছে এই মিডফিল্ডারের। বাফুফে সভাপতির সঙ্গে সেই ম্যাচের প্রস্তুতি নিয়ে সামান্য আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বাফুফের কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদও। এ ব্যাপারে তিনি জানান, ‘এটি সৌজন্য সাক্ষাৎকার ছিল। কুশল বিনিময় হয়েছে। নৈশভোজ হয়েছে। আমরা হামজার খেলা দেখেছি। এশিয়ান কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে হামজা খেলবে কি না, তা বাফুফের পক্ষ থেকে জানানো হবে। আমি এ ব্যাপারে মুখপাত্র নই। তবে এতটুকু বলতে পারি, প্রথম ম্যাচ খেলার জন্য হামজা মুখিয়ে রয়েছে।’