ভারত
কলকাতার ট্রামকে বাঁচিয়ে রাখতে সরকারকে উদ্যোগী হওয়ার নির্দেশ আদালতের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ মাস আগে) ১৫ জানুয়ারি ২০২৫, বুধবার, ১:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৫৮ পূর্বাহ্ন

কলকাতার চলমান ঐতিহ্য হিসেবে ট্রামকে বাঁচিয়ে রাখার জন্য ট্রামপ্রেমিরা বারে বারে আবেদন জানিয়েও পশ্চিমবঙ্গ সরকারকে বিশেষ নড়াতে পারেনি। বরং কোথাও ট্রাম লাইন উঠিয়ে দেয়া হয়েছে, কোথাও পিচ দিয়ে লাইন চাপা দেবার কাজ হয়েছে। এই আবহে কলকাতা হাইকোর্ট ট্রামকে বাঁচিয়ে রাখতে সরকারকে সব রকমের ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মঙ্গলবার ট্রাম সংরক্ষণ সংক্রান্ত মামলায় নির্দেশ দেয়া হয়েছে, ট্রামলাইন বুজিয়ে ফেলার কাজ অবিলম্বে বন্ধ করতে হবে। যেখানে যেখানে বুজিয়ে ফেলা হয়েছে তা পুনরুদ্ধার করতে হবে। হাইকোর্টের এই নির্দেশ পালন হচ্ছে কিনা, এ বিষয়ে নিশ্চিত হতে রাজ্য সরকারকে ছবি-সহ রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।
আদালতের পর্যবেক্ষণ, ট্রাম রাজ্যের ঐতিহ্য। তা তুলে দেয়া খুব সহজ কাজ। কিন্তু রাজ্যকে ট্রাম বাঁচাতে উদ্যোগ নিতে হবে। বহু দেশে ট্রাম চলে। কোথাও কোথাও রাস্তার একেবারে মাঝখান দিয়ে। এক দশক আগেও কলকাতায় প্রায় ৩০টি রুটে ট্রাম চলত। বর্তমানে তা কমতে কমতে মাত্র ২-৩টিতে এসে দাঁড়িয়েছে। ট্রামপ্রেমি সংগঠনের দাবি, রাজ্য সরকার পরিকল্পিতভাবে কলকাতা থেকে ট্রাম তুলে দেয়ার চক্রান্তে লিপ্ত। আর এরই বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা চলছে।
এদিকে কলকাতার চলমান ঐতিহ্য ট্রামকে আগামী ফিফা ফুটবল বিশ্বকাপে নিয়ে যাবার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটি প্রস্তাব এসেছে। গত ১৯ নভেম্বর দেয়া এই প্রস্তাবে ফিফা বিশ্বকাপ উপলক্ষে কানাডার ভ্যানকুভারে দুটি ট্রাম পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়। এই প্রস্তাব আসার পরে পশ্চিমবঙ্গ দুটি ট্রাম কানাডায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্বকাপ চলাকালীন ট্রাম দুটি চলবে ভ্যানকুভার সিটিতে। যেহেতু ট্রাম সংরক্ষণ সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে, তাই এ বিষয়ে আদালতের সম্মতির প্রয়োজন। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি। সেখানে রাজ্য সরকারের আইনজীবী হাইকোর্টের কাছে আবেদন করেছেন, ফিফা ২০২৬ উপলক্ষে দুটি ট্রাম কানাডার ভ্যানকুভার সিটি স্থানান্তরের অনুমতির জন্য।
ভ্যানকুভার সিটি কর্তৃপক্ষ সরকারের মাধ্যমে পরিবহন দপ্তরে ফিফা বিশ্বকাপের জন্য দুটি ট্রাম চেয়েছে। আদালত এ ব্যাপারে অনুমতির জন্য আলাদাভাবে আবেদন জানাতে বলেছেন।