ভারত
কেজরিওয়ালের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে ইডি, মিললো অমিত শাহের অনুমোদন
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ১৫ জানুয়ারি ২০২৫, বুধবার, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:১৭ পূর্বাহ্ন

আবগারি দুর্নীতি মামলায় দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেরট- ইডি। মিলল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন।দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা ইডিকে এই সংক্রান্ত অনুমোদন দিয়েছেন। ফলে দিল্লির বিধানসভা নির্বাচনের আগে নতুন করে চিন্তার ভাঁজ আম আদমি পার্টির প্রধানের কপালে। আবগারি মামলায় ইডির সপ্তম চার্জশিটের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন কেজরিওয়াল। ওই সংক্রান্ত নিম্ন আদালতের নির্দেশ খারিজের আবেদন জানিয়েছিলেন তিনি। আবগারি মামলায় গত জুলাই মাসে ২০০ পাতার চার্জশিট আদালতে জমা দিয়েছিল ইডি। তাতে কেজরিওয়াল এবং দিল্লির শাসকদল আপকে অভিযুক্ত করা হয়েছিল। ইডি নিম্ন আদালতে জানিয়েছিল, চার্জশিটে কেজরির বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। কিন্তু তার বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সাবেক মুখ্যমন্ত্রী। গত বছর নভেম্বরে সুপ্রিম কোর্ট কেজরিওয়ালের মামলায় জানিয়েছিল, কোনও জনপ্রতিনিধির বিরুদ্ধে রাজ্য সরকারের সম্মতি ছাড়া আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে বিচারপ্রক্রিয়া শুরু করা যায় না। এর আগে ইডির কোনও মামলায় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে চার্জশিট দেয়ার জন্য রাজ্য সরকারের সম্মতির প্রয়োজন হত না। তার ভিত্তিতে আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে বিচারের অনুমতি চেয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিল্লির উপরাজ্যপালকে চিঠি লেখে। সেই চিঠিতে ইডি দাবি করে, আবগারি মামলায় ‘কিংপিন এবং মূল ষড়যন্ত্রকারী’ কেজরিওয়ালই! আপের অভিযোগ, কেজরিওয়াল এবং তার প্রাক্তন ডেপুটি মণীশ সিসোদিয়া সহ দলের বেশ কয়েকজন সিনিয়র নেতাকে জেলে পাঠানোর জন্য তদন্তে নেমেছে ইডি।
সূত্র : বিজনেস টুডে