ভারত
বিতর্কের মধ্যে আজমির দরগায় রেকর্ড সংখ্যক পূণ্যার্থীর উরসে যোগ
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ মাস আগে) ১২ জানুয়ারি ২০২৫, রবিবার, ৯:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন
আজমির দরগা একটি হিন্দু মন্দিরের উপর নির্মিত হয়েছে এমন বিতর্কের মধ্যে খাজা মইনুদ্দিন চিশতির ৮১৩ তম উরসে রেকর্ড সংখ্যক পূণ্যার্থী উপস্থিত ছিলেন। এ বছর পূণ্যার্থীদের উপস্থিতি আগের বছরের তুলনায় দ্বিগুণ ছিল বলে দরগা কমিটি সূত্রে জানান হয়েছে । বাদে কুল ও জুম্মে কি নামাজের আচার অনুষ্ঠানগুলোও ধুমধাম করে পালন করা হয়েছে। আঞ্জুমান কমিটি জানিয়েছে যে, মাজারে চাদর চড়ানোর কোনও রেকর্ড রাখা না হলেও উরসের সময় প্রতিদিন আনুমানিক ২৫ হাজার থেকে ৩০ হাজার চাদর চড়ানো হয়েছিল।
জানা গিয়েছে, পাকিস্তানের ৮৯ জনসহ দেশ বিদেশের পূণ্যার্থীরা সুফি সাধকের আশীর্বাদ পেতে দরগায় ভিড় করেছিলেন। পাকিস্তান হাইকমিশনের দ্বিতীয় সচিব তারিক মাসরুফের নেতৃত্বে পাকিস্তান থেকে আসা তীর্থযাত্রীদের একটি প্রতিনিধি দল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পক্ষে চাদর চড়ান। পরে কড়া নিরাপত্তার মধ্যে একটি বিশেষ ট্রেনে করে প্রতিনিধি দলটি পাকিস্তানে ফিরে যায়। গণমাধ্যমের সাথে কথা বলার সময়, একজন পূণ্যার্থী জানান, শান্তি ও সমৃদ্ধির জন্য তারা প্রার্থনা করেছেন। বছর আজমীরের ৬ হাজারেরও বেশি হোটেলের কক্ষ তীর্থযাত্রীদের জন্য অপর্যাপ্ত প্রমাণিত হয়েছে। স্থানীয়রা পূণ্যার্থীদের থাকার জন্য তাদের বাড়িগুলি অস্থায়ী গেস্টহাউসে পরিণত করেছিলেন।
পাঠকের মতামত
শিরক