ভারত
ভারতীয়দের বিরুদ্ধেই সীমান্তে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ সপ্তাহ আগে) ৯ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন
ভারতীয়দের বিরুদ্ধেই বাংলাদেশ সীমান্তে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় মালদা সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবির বাধার মুখে পড়ে বিএসএফ। তখন বিএসএফের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করেন স্থানীয় গ্রামবাসীরা। ‘বন্দেমাতরম’ ও ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে শোনা যায় গ্রামবাসীদের। সেই ভিডিওর কথা উল্লেখ করে বৃহস্পতিবার কলকাতা পুরসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ বলেন, ‘ এই ধরণের ঘটনা হওয়া উচিত নয়। ভারতের দিক থেকেও কিছু উসকানিমূলক স্লোগান শুনলাম। এটাও কাম্য নয়। কাম্য হচ্ছে, আমাদের বর্ডার আমরা বেড়া দেব,ওদের বর্ডার ওরা যদি ইচ্ছা করে দেবে। এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারি না।
তিনি আরও বলেন, সীমান্তে যেখানে কাঁটাতারের বেড়া নেই, যার ফলে বাংলাদেশিরা ভারতীয়দের ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে এই ব্যাপারটা বিএসএফের দেখা উচিত। স্বরাষ্ট্র মন্ত্রীকে বলা উচিত আরও কঠোর হওয়ার জন্য। ফিরহাদ বলেন, বিএসএফ লোক ঢুকিয়ে দেবে, এখানে খাগড়াগড় হবে, এখানে সন্ত্রাসবাদী আসবে, এটা তো উচিত নয়। এটা তো আমাদের অস্বীকার করার কিছু নেই যে, বাংলাদেশ এখন অরাজক অবস্থা চলছে । সেটাকে আটকাতে হবে, যাতে পশ্চিমবঙ্গে প্রভাব না পড়ে। আমি খুলে দিয়ে চুপ করে রইলাম। আমি এখানে সাম্প্রদায়িকতা করব, এখানে বিভাজনের রাজনীতি করার জন্য বিএসএফকে বললাম চুপ করে থাকো। এটা তো উচিত নয়। দেশের নিরাপত্তা সব থেকে আগে। দেশের স্বার্থের আগে কিচ্ছু নেই। রাজনীতিও নেই। হওয়া উচিত নয়।