অনলাইন
লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া, মাকে স্বাগত জানালেন তারেক রহমান
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ৮ জানুয়ারি ২০২৫, বুধবার, ৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন
দীর্ঘ সাত বছর পর ছেলে তারেক রহমানের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ
উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বাংলাদেশ সময় বেলা ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার এম্বুলেন্স লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হিথ্রো বিমান বন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিআইপি প্রটোকল দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়ে বরণ করে নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা।
এছাড়া যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান।
এর আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন খালেদা জিয়া। বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা তাকে বিদায় জানান।
দীর্ঘদিন পর মা ও ছেলের দেখা হবে। অনেক ভালো লাগছে। উনারা দীর্ঘজীবী হোন। মহান সৃষ্টিকর্তার কাছে এটাই কামনা করি।
মহান আল্লাহপাক খালেদা জিয়া কে সুস্থ করে বাংলাদেশ এ লাখো কোটি সন্তানের মাঝে ফিরিয়ে আনুক।
এসব কিছু দেখে হাসিনা যদি কষ্ট পান তাতেই এদেশের মানুষের শান্তি।
I pray to Almighty Allah for good health of our beloved great leader Begum Khaled Zia.
উনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি, তবে ইংলেন্ড চিকিৎসার জন্য সময়টা ভুল কারণ শীতল তাপমাত্রা বয়স্ক মানুষকে দ্রুত কাবু করে ফেলে l
মহান আল্লাহপাক খালেদা জিয়া কে সুস্থ করে বাংলাদেশ এ লাখো কোটি সন্তানের মাঝে ফিরিয়ে আনুক।
আলহামদুলিল্লাহ
দীর্ঘদিন পর মা ও ছেলের দেখা হবে। অনেক ভালো লাগছে। উনারা দীর্ঘজীবী হোন। মহান সৃষ্টিকর্তার কাছে এটাই কামনা করি।
আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ।।
চিকিৎসা মানুষের ৬টি মৌলিক অধিকারের ১টি। হিংসার বশবর্তী হয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে তাঁর উন্নত চিকিৎসার জন্য ইতোপূর্বে বিদেশ যেতে দেয়া হয়নি। ভালো লাগলো, বর্তমানে কত সম্মানের সাথে তিনি লন্ডন গেলেন। সবই আল্লাহ পাকের ইচ্ছে। এ ঘটনা থেকে সবার শিক্ষা নেয়া উচিত।