ভারত
বিজেপি দিল্লিতে 'অপারেশন লোটাস' শুরু করেছে: কেজরিওয়াল
মানবজমিন ডিজিটাল
(৩ সপ্তাহ আগে) ৩০ ডিসেম্বর ২০২৪, সোমবার, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১৩ অপরাহ্ন
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উপর তীব্র আক্রমণ শানিয়েছেন আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অভিযোগ তুললেন, তার বিধানসভা কেন্দ্র নয়াদিল্লিতে ‘অপারেশন লোটাস’ চালাচ্ছে বিজেপি। রবিবার (২৯ ডিসেম্বর ) এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে কেজরিওয়াল দাবি করেন, ‘বিজেপি ইতিমধ্যেই দিল্লিতে তাদের পরাজয় মেনে নিয়েছে। তাদের মুখ্যমন্ত্রী পদের মুখ নেই, দৃষ্টিভঙ্গি নেই এবং বিশ্বাসযোগ্য প্রার্থী নেই। যেকোনো মূল্যে নির্বাচনে জয়ী হওয়ার জন্য তারা ভোটার তালিকায় কারচুপির মতো অসাধু কৌশল অবলম্বন করছে।’
কেজরিওয়াল বলেছেন, ‘আমার নয়া দিল্লি বিধানসভা কেন্দ্রে, অপারেশন লোটাস ১৫ ডিসেম্বর থেকে সক্রিয় রয়েছে। ১৫ দিন ধরে এখানে ৫ হাজার ভোটারকে তালিকা থেকে মুছে নতুন করে সাড়ে ৭ হাজার ভোটারকে যুক্ত করার আবেদন জানানো হয়েছে কমিশনে। ১২% ভোটে হেরফের হচ্ছে। নয়াদিল্লির মতো কেন্দ্রে মোট এক লক্ষ ৬ হাজার ভোটার। এখান থেকে ৫ হাজার ভোটারের নাম মুছে দিয়ে যদি সাড়ে ৭ হাজার ভোটারকে যুক্ত করা হয়, তাহলে ভোট করানোর মানে কী? এতো প্রকাশ্যে চক্রান্ত করা হচ্ছে।’
কেজরিওয়াল অভিযোগ করেছেন যে, শুধুমাত্র শাহদারায়, বিজেপি ১১ হাজার ৮০০ ভোট মুছে ফেলার জন্য আবেদন করেছিল, কিন্তু ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) হস্তক্ষেপের পরে এই পদক্ষেপ বন্ধ করা হয়। আমি আদমি পার্টির (আপ) দাবি, বিজেপি আপ সাংসদ সঞ্জয় সিংয়ের স্ত্রীর ভোট মুছে ফেলার জন্য একটি আবেদন জমা দিয়েছে। সঞ্জয় সিংয়ের পরিবার নতুন দিল্লি বিধানসভা কেন্দ্রে থাকে। দিল্লির মুখ্যমন্ত্রী অতীশিও বিজেপির বিরুদ্ধে নির্বাচন কারচুপির কৌশল অবলম্বন করার অভিযোগ তুলেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অতীশি নতুন দিল্লি নির্বাচনী এলাকায় ভোটারদের ঘুষ দেয়ার জন্য বিজেপি নেতাদের অভিযুক্ত করার কয়েকদিন পর আপ প্রধান কেজরিওয়ালের মন্তব্য সামনে এসেছে। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে কেজরিওয়াল বলেছেন, ‘ কর্মকর্তাদের উদ্দেশে জানাতে চাই- যারা চাপের মুখে এই অন্যায়কে সমর্থন করছেন মনে রাখবেন কোনও না কোনও দিন সরকার বদলাবে। কিন্তু ফাইল ও সেখানে আপনাদের সই কিন্তু বদলাবে না।’
সূত্র : ইন্ডিয়া টুডে