শেষের পাতা
পাল্টাচ্ছে পাকিস্তান পরিস্থিতি
সংলাপের কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী
মানবজমিন ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার
অসহযোগ আন্দোলনের হুমকির মধ্যেই ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) সঙ্গে সংলাপের জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সুপারিশে তিনি এই কমিটি গঠন করেছেন বলে খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, রোববার গঠিত এই কমিটিতে আছেন জোট সরকারের সিনিয়র সদস্যরা। তার মধ্যে অন্যতম উপ-প্রধানমন্ত্রী ইসহাকদার, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ, সিনেটর ইরফান সিদ্দিকী, রাজা পারভেজ আশরাফ, নাভিদ কমর, ড. খালিদ মকবুল সিদ্দিকী, আবদুল আলিম খান এবং চৌধুরী সালিক হুসেইন। এ ঘটনাকে পাকিস্তানের রাজনীতিতে বড় পরিবর্তন বলে অভিহিত করেছে জিও নিউজ। এই কমিটি পিটিআই নেতাদের সমন্বয়ে গঠিত কমিটির সঙ্গে যোগাযোগ করবে। কয়েক সপ্তাহ আগে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা কারাবন্দি ইমরান খান তার কমিটি গঠন করেছেন। তিনিও বুঝতে পেরেছেন সংঘাতের নীতি অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে পারে না। কমিটি গঠন এবং সংলাপ প্রসঙ্গে শেহবাজ শরীফ আশা প্রকাশ করেন। তিনি বলেন, সমঝোতা সংলাপের সময়ে জাতীয় নিরাপত্তা ও স্বার্থকে অগ্রাধিকার দেয়া হবে। তিনি আরও বলেন, পাকিস্তান টিকে থাকলে আমরা টিকে থাকবো। প্রধানমন্ত্রীকে সংলাপের জন্য একটি কমিটি গঠনের জন্য জাতীয় পরিষদের স্পিকার সুপারিশ করার এক দিনেরও কম সময়ের মধ্যে তিনি এই কমিটি গঠন করেছেন। এর আগে পিটিআইয়ের পক্ষ থেকে বলা হয়, সরকার সংলাপ প্রক্রিয়াকে গুরুত্ব দিচ্ছে না। আয়াজ সাদিক বলেন, পিটিআই চেয়ারম্যান পার্লামেন্টের রক্ষক স্পিকারের ভূমিকা স্বীকার করেছেন। এবং তারা সংলাপ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চান। সূত্রমতে সংসদীয় কমিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সমঝোতায় পূর্ণাঙ্গ কর্তৃত্ব পাবে। সরকার ও বিরোধীদের মধ্যে সংলাপের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। পাকিস্তান তেহরিকে ইনসাফের আহূত অসহযোগ আন্দোলন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই পরিবর্তন লক্ষ্য করা হয়েছে পাকিস্তানে। দাবি মানা না হলে রোববার থেকেই অসহযোগ আন্দোলন শুরুর প্রথম দিন বলে জানানো হয়। ওদিকে শনিবার রাজধানী ইসলামাবাদে এক আদালতের বাইরে দলটির চেয়ারম্যান বলেন, সমঝোতা হবে। তবে এর সমাধান একটাই।
পাঠকের মতামত
স্বৈরাচারের পরিনতি কি হয় তা দেখে পাকিস্থান সম্ভবত আমাদের থেকে শিক্ষা নিচ্ছে।