শেষের পাতা
হাইকমিশনার এখন ঢাকায়
কূটনৈতিক রিপোর্টার
২ জুন ২০২৫, সোমবার
দ্বিপক্ষীয় সম্পর্কের স্পর্শকাতর বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় ঢাকা এসেছেন নয়াদিল্লিতে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। গত বৃহস্পতিবার ভারতের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশের পর এই প্রথম কনসালটেশনে ঢাকা এলেন তিনি। সরকারের দায়িত্বশীল সূত্র মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছে। জানিয়েছে- পুশইন, সীমান্ত হত্যা, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিসি'তিতে ভাটিতে কী প্রভাব পড়তে পরে, কথিত অবৈধ বাংলাদেশিদের বিতাড়নের আচমকা তোড়জোড় এবং স'লবন্দর দিয়ে তৈরি পোশাকসহ বাংলাদেশের বিভিন্ন পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞার বিকল্প নিয়ে সরকারকে ভাবতে হচ্ছে। এ জন্য কনসালটেশনে হাইকমিশনারকে ডেকে আনা হয়ে থাকতে পারে। উল্লেখ্য, রিয়াজ হামিদুল্লাহ একজন সিনিয়র ক্যারিয়ার ডিপ্লোম্যাট। অত্যন্ত মেধাবী ওই কর্মকর্তা গত ১৪ই এপ্রিল থেকে অনানুষ্ঠানিকভাবে দিল্লি মিশনের প্রধান হিসেবে রয়েছেন। তারও আগে ক্যারিয়ারের মধ্যগগনে তিনি নয়াদিল্লি মিশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। স্মরণ করা যায়, গত শনিবার রাতে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে সর্বশেষ হত্যার ঘটনা ঘটেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ গুলি করে প্রদীপ বৈদ্য (২২) নামে এক বাংলাদেশি তরুণকে হত্যা করে লাশ নিয়ে যায়। ওদিকে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায়শই পুশইন করছে ভারত। দেশটির কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। কিন'আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লি এ নিয়ে এখনো কিছু বলেনি।
পাঠকের মতামত
who told you that he is a very bright diplomat ?
হাসিনার মত ভৃত্যকে হারিয়ে ভারত দিশেহারা আর পাগলপ্রায়।
তস্কর ভারত জ্বালাতেই থাকবে। বিএনপির মত এককালের বৃহত দলকে গোলাম হিসাবে ওরা আরো বেপরোয়া আচরণ করছে।