ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রজব ১৪৪৬ হিঃ

ভারত

পাকবাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক ছবিটি সরানো নিয়ে ব্যাখ্যা দিল ভারতীয় সেনাবাহিনী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(৪ সপ্তাহ আগে) ১৭ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৩৭ অপরাহ্ন

ভারতের সেনাপ্রধানের অফিস থেকে বাংলাদেশ যুদ্ধে পাক বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক ছবিটি সরিয়ে ফেলা নিয়ে প্রবল শোরগোল তৈরি হয়েছিল। ভারতের প্রবীণ সেনাকর্তারা প্রবল সমালোচনায় মুখর হয়েছিলেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও সোচ্চার হয়েছিলেন এই কাজের প্রতিবাদ জানিয়ে। তবে বিতর্কের মুখে ছবিটি সরানো নিয়ে ব্যাখ্যা দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। জানানো হয়েছে, সেনাপ্রধানের অফিস থেকে ছবিটি সরিয়ে ইচ্ছাকৃতভাবেই নতুন জায়গায় প্রতিস্থাপন করা হয়েছে।

একাত্তরের ১৬ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী ও মুক্তিবাহিনীর  যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তান সেনাবাহিনী। আত্মসমর্পণের কাগজের স্বাক্ষর করছেন লেফটেন্যান্ট এ কে নিয়াজি। উপস্থিত ভারতের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। এই ঐতিহাসিক ছবির একটি পেইনটিং এতদিন ভারতীয় সেনাপ্রধানের অফিসে সগৌরবে টাঙানো ছিল ভারতীয় সেনার ঐতিহাসিক বিজয়ের স্মারক হিসেবে। বিদেশি অতিথি ও বিদেশি সেনা জেনারেলদের স্বাগত জানানো হতো যে লাউঞ্জে সেখানেই পেছনের দেয়ালে ঝোলানো থাকতো ছবিটি।

তবে বিতর্কের মুখে ছবিটি সরানো নিয়ে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, সেনাপ্রধানের অফিস থেকে ছবিটি সরিয়ে নতুন জায়গায় প্রতিস্থাপন করা হয়েছে। সোমবার সেই ঐতিহাসিক ছবিটি দিল্লি ক্যান্টনমেন্টে জেনারেল মানেকশ সেন্টারে টাঙানো হয়েছে। এই উপলক্ষ্যে একটি অনুষ্ঠানও হয়েছে। সেনাবাহিনীর ব্যাখ্যা, দেশ-বিদেশের বিশিষ্ট অতিথিসহ ব্যাপক সংখ্যক মানুষ যাতে ছবিটি দেখতে পারেন সেজন্যই ইচ্ছাকৃতভাবেই নতুন জায়গায় টাঙানো হয়েছে। মানেকশ সেন্টারে প্রতিদিন বহু মানুষের আগমন ঘটে। বলা হয়েছে, ‘এই ছবিটি আসলে ভারতীয় সামরিক বাহিনীর সবচেয়ে বড় সামরিক বিজয় এবং সকলের জন্য মানবতা ও ন্যায়ের প্রতীক’।  

মিডিয়া সূত্রে জানা গেছে, এখন ভারতের সেনাপ্রধানের অফিসে যে পেইন্টিংটি আত্মসমর্পণের ছবিটির জায়গায় জ্বলজ্বল করছে সেটি মহাভারতের অনুপ্রেরণাতে আঁকা হয়েছে। সেনাবাহিনী সূত্রে বলা হয়েছে, ”কর্মক্ষেত্র” - ফিল্ড অব ডিডস” শীর্ষক নতুন পেইন্টিংটিতে সেনাবাহিনীকে ধর্মের অভিভাবক হিসেবে তুলে ধরা হয়েছে। শুধু দেশ রক্ষার জন্য লড়াই নয়, ন্যায় ও জাতীয় মূল্যবোধকে তুলে ধরার প্রয়াসের কথা বলা হয়েছে। তুলে ধরা হয়েছে প্রযুক্তিগতভাবে উন্নত সেনাবাহিনী হিসেবেও। পেইন্টিংটিতে রয়েছে তুষারাবৃত পর্বতের প্রেক্ষাপটে  লাদাখের পানগং লেকের তীরে কামান ও হেলিকপ্টার । সঙ্গে রয়েছে কৃষ্ণের রথ, গেরুয়া বসন পরিহিত সন্ত ও পাখি।

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status