ভারত
পশ্চিমবঙ্গের সাত জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ মাস আগে) ১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার, ১:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:০৪ অপরাহ্ন
পারদ ত্রমশ নীচে নামছে। বাড়ছে শীতের প্রকোপ। আগামী দুই তিন দিনের মধ্যে তাপমাত্রা আরও নামবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গের সাত জেলায় শনিবার শৈত্য প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
সবগুলি জেলাই দক্ষিনবঙ্গের। জেলাগুলি হল, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। উত্তরবঙ্গের দার্জিলিং (৪.৫ ডিগ্রি সেলসিয়াস)ছাড়া অন্য জেলাগুলিকে টেক্কা দিয়ে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দশের নীচে নেমে এসেছে। কলকাতাতেও তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নেমে এসেছে। আগামী কয়েকদিনে তা আরও কমবে বলেই অনুমান। দক্ষিণবঙ্গের পুরুলিয়াতে তাপমাত্রা নেমে এসেছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ৮.২ ডিগ্রি, আসানসোলে ৯.৫ ডিগ্রি, সিউড়িতে ৯.৪ ডিগ্রি এবং ঝাড়গ্রামে ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। শীতের সঙ্গে সঙ্গে কুয়াশার প্রকোপও বাড়বে বলে জানানোন হয়েছে। এরফলে কমবে দৃশ্যমানতা।
এদিকে, দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তা নিম্নচাপে পরিণত হতে পাওে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। সেই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাডুর উপকূল এলাকার দিকে। এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসমের উপরে।