ভারত
ধর্মীয় কাঠামো নিয়ে ভারতে নতুন কোনও মামলা ও সমীক্ষা করা যাবে না: সুপ্রিম কোর্ট
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ মাস আগে) ১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:০৫ অপরাহ্ন
ভারতে মসজিদ -মন্দি্র বিতর্ক নিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ,এই মুহূর্তে ভারতে মন্দির, মসজিদ বা অন্য উপাসনাস্থল নিয়ে যত মামলা চলছে, যত সমীক্ষা চলছে, তা আপাতত স্থগিত থাকবে। নিম্ন আদালত, এমনকি হাই কোর্টগুলিকেও এই সংক্রান্ত মামলায় কোনও কার্যকর বা চূড়ান্ত নির্দেশ দিতে নিষেধ করা হয়েছে। নিম্ন আদালতগুলি এই সংক্রান্ত নতুন কোনও মামলাও শুনবে না বলে জানান হয়েছে। সুপ্রিম কোর্টে উপাসনাস্থল(বিশেষ ব্যবস্থা) আইন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে।
১৯৯১ সালের উপাসনাস্থল (বিশেষ ব্যবস্থা) আইনকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সাড়ে তিন বছর ধরে সেগুলির কোনও শুনানিই হয়নি। তবে বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানির হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি পিভি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে। সুপ্রিম কোর্টের নির্দেশ , উপাসনাস্থল(বিশেষ ব্যবস্থা)আইন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে ভারত সরকারকে হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছে।
তাহলে ভারতীয় জনতা পাটির ভবিষ্যত রাজনীতি কোন পথে যাত্রা করবে?