বিনোদন
আলোচনায় নাভেদ পারভেজ
স্টাফ রিপোর্টার
৩০ জুলাই ২০২২, শনিবার
গেল ঈদে রায়হান রাফি পরিচালিত ‘চলো নিরালায়’ ও টাইটেল ট্র্যাক ‘জ্বলেরে পরাণ’ গান দু’টি বেশ জনপ্রিয়তা পেয়েছে। প্রথম গানটি জনি হকের কথায় গেয়েছেন অয়ন চাকলাদার ও আতিয়া আনিশা। আর পরের গানটি তাহসান শুভ ও ওয়াসিক সৈকতের কথায় গেয়েছেন এ পি শুভ। আর এ দু’টি গানের সফলতার মূল কারিগর হলেন নাভেদ পারভেজ। গান দু’টির সুর ও সংগীতায়োজন তার করা। এর আগেও নাভেদের করা বেশকিছু গানই প্রশংসিত হয়েছে। তবে ‘পরাণ’ এর এই দু’টি গান সর্বাধিক আলোচনায় নিয়ে এসেছে তাকে। নাভেদ থাকেন নিউ ইয়র্কে। সেখানে বসেই তিনি সিনেমা, নাটক ও বিভিন্ন শিল্পীর জন্য গান তৈরি করেন। ক’দিন হলো সেখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছেন তিনি। গান দু’টির সফলতার ছোঁয়া সেখান থেকে কেমন উপভোগ করছেন? নাভেদ বলেন, সত্যি বলতে এর আগে আমার অনেক গানের প্রশংসা পেয়েছি। তবে এবার মনে হচ্ছে এ গান দু’টির জন্য সর্বাধিক প্রশংসা পাচ্ছি। দেশ থেকে প্রচুর শুভেচ্ছা পাচ্ছি, উৎসাহ পাচ্ছি। পাশাপাশি যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিরাও অভিনন্দন জানাচ্ছেন গানটির জন্য। গান দু’টির গল্প বলতে গিয়ে নাভিদ বলেন, ‘চলো নিরালায়’ গানটি ২০১৯ সালে করা। হঠাৎ রাফি ভাই তৈরি গান চাইলেন। অয়ন চাকলাদার ভাইকে দিয়ে গানটি গাওয়াই। গানটি পাঠাতেই রাফি ভাই পছন্দ করলেন। এরপর যোগ হলো আনিশার কণ্ঠ। সব মিলিয়ে গানটি প্রকাশের পর এমন সাড়া পাবো ভাবিনি। টাইটেল ট্র্যাকটি দেখলাম সিনেমা রিলিজের পর ধীরে ধীরে মানুষের মন জয় করেছে। এদিকে নাভেদ নতুন ছবি ও বিভিন্ন শিল্পীর কাজ করছেন। সামনে এগুলো প্রকাশ হবে। তাছাড়া সামনের বছর থেকে বড় পরিসরে গান প্রযোজনার কথাও জানালেন মেধাবী এই সংগীত পরিচালক।