ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

বিদেশে পাসপোর্টের জন্য হাহাকার

মিজানুর রহমান
১১ ডিসেম্বর ২০২৪, বুধবারmzamin

দুনিয়ার দেশে দেশে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্টের জন্য হাহাকার চলছে। বিশেষ করে শ্রমিক অধ্যুষিত দেশগুলোতে এই সংকট প্রকট। ইতালি, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে পাসপোর্টের মেয়াদ না থাকায় ভিসা নবায়ন বন্ধ, দেশে জরুরি কাজে ভ্রমণে আসতে না পারাসহ নানামুখী জটিলতায় দিনাতিপাত করছেন প্রবাসী বাংলাদেশিদের উল্লেখযোগ্য একটি অংশ। 

মালয়েশিয়ায় এমআরপি পাসপোর্ট সেবা বন্ধ করায় রেমিট্যান্স শাটডাউনের ক্রমাগত হুমকি দিচ্ছেন প্রবাসীরা। তারা তাদের ভোগান্তির বার্তা পাঠাচ্ছেন সরকারের সর্বোচ্চ পর্যায়ে। স্বৈরশাসনের নিষ্ঠুর হয়রানি আর স্ব স্ব দেশের কঠোর বিধি নিষেধের ঝুঁকি সত্ত্বেও জুলাই-আগস্টের আন্দোলনে নিঃশর্তভাবে সাপোর্ট দেয়া প্রবাসীদের বিষয়ে আগাগোড়ায় সংবেদনশীল অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু কারিগরি কারণে তাদের পাসপোর্ট সমস্যার চটজলদি সমাধান অসম্ভব। একদিকে প্রবাসীদের কান্না অন্যদিকে তাদের প্রতি দায় থেকে নড়েচড়ে বসেছে সরকার। দ্রুততম সময়ের মধ্যে সংকটটির একটি অন্তর্বর্তী সমাধান বের করতে গতকাল জরুরি বৈঠক  বসেছিলেন পররাষ্ট্র, স্বরাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ৩ উপদেষ্টা। সঙ্গে ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ, বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের ৯ কর্মকর্তা। সেগুনবাগিচায় অনুষ্ঠিত ওয়ে-আউট খোঁজার ওই জরুরি বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুলের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে পাসপোর্ট অধিদপ্তর জরুরি ভিত্তিতে সাড়ে ৩ লাখ পাসপোর্ট বুক সংগ্রহের কথা জানিয়েছে। সেইসঙ্গে বলা হয়েছে, প্যান্ডিং ১ লাখ ৯০ হাজার পাসপোর্টের একটি বড় অংশ ১৫ই ডিসেম্বরের মধ্য বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে  পৌঁছানো সম্ভব হবে। বাকিটা আগামী ৩ সপ্তাহের মধ্যে পৌঁছানো হবে বলে জানানো হয়। 

পাসপোর্ট অধিদপ্তরের কর্তাব্যক্তিরা ৩ উপদেষ্টাকে এই বলে আশ্বস্ত করেছেন, ই-পাসপোর্টের পাশাপাশি  মেশিন-রিডেবল পাসপোর্ট সেবা চালু রাখতে এমআরপি বই এবং লেমিনেশন ফয়েল আমদানিতে নতুন দরপত্র আহ্বান করা হয়েছে। বৃটেনভিত্তিক প্রতিষ্ঠান এইচআইডি সিআইডি লিমিটেড থেকে এমআরপি বই এবং লেমিনেশন ফয়েল আমদানি করা হচ্ছে। আগেও এই প্রতিষ্ঠান থেকে একই জিনিস আমদানি করেছিল সরকার। এ দফায় সর্বমোট ১৫ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বই এবং ১৫ লাখ লেমিনেশন ফয়েল আমদানি করা যাচ্ছে। বৈঠকে জানানো হয়, বিদেশে বাংলাদেশের ৮০টি মিশন রয়েছে। এর মধ্যে ৪৫টি মিশনে ই-পাসপোর্ট চালু আছে। বাকি ৩৫টি মিশনে ই-পাসপোর্ট চালু করা হবে পর্যায়ক্রমে। ই-পাসপোর্ট চালু না হওয়া পর্যন্ত নিরবচ্ছিন্ন চাহিদা পূরণে ২০২৫ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত এমআরপি চালু থাকবে। নতুন বুক সরবরাহ না হওয়া পর্যন্ত  সংকট থাকবে বলে আশঙ্কা করা হয়। স্মরণ করা যায়, ১৫ লাখ এমআরপি বই এবং ২০ লাখ লেমিনেশন ফয়েল আমদানির জন্য বিগত সরকারের আমলে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্র ডাকা হয়। কিন্তু তখন সরকার যে গুণের ও মানের এমআরপি বই ও ফয়েল চেয়েছিল, নির্বাচিত প্রতিষ্ঠানের দেয়া স্পেসিফিকেশন তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না থাকায় সেই দরপত্র কার্যক্রম বাতিল করা হয়। সংকটটা এ কারণে ঘনীভূত হয়েছে বলে জানা গেছে।

আবেদনের ৬ মাসেও পাসপোর্ট পাচ্ছেন না মালয়েশিয়ান প্রবাসীরা: ঢাকা রিপোর্ট পেয়েছে, আবেদনের ৬ মাসেও পাসপোর্ট না পেয়ে ক্ষোভ বাড়ছে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীদের মধ্যে।  দেশটির বাংলাদেশ মিশনে দীর্ঘদিন ধরে এমআরপি পাসপোর্ট সেবা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন তারা। পাসপোর্ট না থাকায় অবৈধ হয়ে পড়েছেন অনেকে। করতে পারছেন না ওয়ার্ক ভিসা নবায়ন। পাসপোর্টের জন্য কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে প্রতিদিন ভিড় করছেন শত শত প্রবাসী।

বর্তমানে মালয়েশিয়ায় এমআরপি পাসপোর্ট নবায়নের জন্য ২০ হাজারের বেশি প্রবাসী আবেদন করে রেখেছেন। অবশ্য  ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, এমআরপি আবেদন প্রিন্টিংয়ে অপেক্ষমাণ থাকা আবেদনকারীরা ফি জমা দিয়ে আবেদন করলে দ্রুত ই-পাসপোর্ট দেয়া হবে। অন্যদিকে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন ক’দিন আগে এক বিজ্ঞপ্তিতে জানায়, এমআরপির বুকলেট, লেমিনেশন ফয়েল পেপার ঘাটতি ও এমআরপির প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ থেকে পাসপোর্ট প্রিন্ট হতে দেরি হচ্ছে। এতে চরম বিপাকে পড়েছেন হাজারো প্রবাসী। পাসপোর্ট না থাকায় কেউ কেউ এরই মধ্যে অবৈধ হয়ে পড়েছেন, অনেকে রয়েছেন অবৈধ হওয়ার ঝুঁকিতে। এমন অবস্থায় নতুন করে ই-পাসপোর্ট নিতে প্রতিদিনই আবেদন করছেন অনেকে। হাইকমিশন নিজে থেকে অন্তর্বর্তীকালীন একটি সমাধানও বের করেছে। বলা হয়েছে, এমআরপির জন্য যারা আগে আবেদন করেছেন তাদের সেই ব্যাংক স্ল্লিপ কপির সঙ্গে অতিরিক্ত ৫১ রিঙ্গিত জমা দিলে এমআরপির জন্য অপেক্ষায় না রেখে ই-পাসপোর্ট দিয়ে দেয়া হবে।
 

পাঠকের মতামত

গত জুলাইতে MRP জন্য দূতাবাসে জমা দিয়েছিলাম দুঃখীত, উপায় নাই গোলাম হোসেনের অবস্থা এখন আমাদের, জন্ম মৃত্যু বিবাহ জায়গা জমি সংক্রান্ত সমস্যা কনো কিছুইতে যোগ দিতে পারছি না। এখনতো সইরছার নাই কার দোষ দিব। কাতার থেকে।

মোহাম্মদ নজরুল ইসলাম
১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৯:০৬ পূর্বাহ্ন

১৮/১০/২০২৪ আমি ডাক যোগে mrp রি-ইস্যু করতে দিয়েছি। এখন পর্যন্ত আমি সিরিয়াল নাম্বার পাইনি। এই দিকে আমার ভিসা লাগাতে হবে এপ্রিলে। খুব টেনশনে আছি।

Mohammad zillur
১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ৩:২২ অপরাহ্ন

আমি সৌদি প্রবাসী আজ ৪ মাস হল পাসপোর্ট পাচ্চিনা আমার আকামার মেয়াদ শেষ পাসপোর্টের জন্য নবায়ন হচ্চেনা জরিমানা ৪০ হাজার টাকা এ দায় বার কে নিবে

মোঃ রাসেল
১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ১:২০ অপরাহ্ন

আমি সিঙ্গাপুর প্রবাসী MRP দিয়ে E পাসপোর্ট চাই

Sajib mia
১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ১২:৪৫ অপরাহ্ন

আসসালামুয়ালাইকুম মালয়েশিয়াতে আনেক আছে অবৈধ অনেকের পাসপোর্ট এর মেয়াদ শেষ অনেকে আছে অবৈধভাবে থাইল্যান্ড বা ইন্দোনেশিয়াতে ঢুকছে মালয়েশিয়াতে ঢুকছে হাজার হাজার প্রবাসী পাসপোর্ট নাই পাসপোর্ট করার সুযোগ করে দিও

লুতু মিয়া
১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ১২:৪৪ অপরাহ্ন

আবেদনের ৬ মাসেও পাসপোর্ট না পেয়ে ক্ষোভ বাড়ছে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীদের মধ্যে। দেশটির বাংলাদেশ মিশনে দীর্ঘদিন ধরে এমআরপি পাসপোর্ট সেবা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন তারা। পাসপোর্ট না থাকায় অবৈধ হয়ে পড়েছেন অনেকে। করতে পারছেন না ওয়ার্ক ভিসা নবায়ন। পাসপোর্টের জন্য কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে প্রতিদিন ভিড় করছেন শত শত প্রবাসী।

জলিল আহমেদ
১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ১০:৫৭ পূর্বাহ্ন

আসসালামু আলাইকুম আমার পাসপোর্ট এবং আইডি তে মো তাজুল ইসলাম পাসপোর্টে মোহাম্মদ তাজুল ইসলাম বাবার নামে উল্লা আর হোসেন এই সমস্যা এখন কি করতে হবে জানাবেন একটু উপকার হবে আমি কাতারে আছি

md tazul Islam
১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ৯:৪৭ পূর্বাহ্ন

এদের জনগনের আদালতে এনে বিচার হলে, ভবিষ্যতে বিচার পতি গন সর্তকীকরণ ভাবে কাজ করবে।এদের বিচারের জন্য জুরি প্রথা চালু হওয়া দরকার

এদেন
১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ৮:২৬ পূর্বাহ্ন

আমি একজন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী, আমি বিগত ২৮ অক্টোবর আমার পাসপোর্ট রিনিউ করতে দিয়েছিলাম সংযুক্ত আরব আমিরাতের দুবাই এম্বাসিতে, আলহামদুলিল্লাহ আমি ১৬ নভেম্বরের (১৮ দিনের) হাতে পাসপোর্ট পেয়েছি। এম্বাসিতে গিয়ে আমার কোন সমস্যা হয় নাই খুব দ্রুত কাজ হয়ে গিয়েছে সবকিছু অনেক দ্রুত হয়ে গিয়েছে

রিজওয়ানুল হক
১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ১:১৩ পূর্বাহ্ন

১৬ বছর ধরে প্রশাসনের মাঠকাঠামো থেকে সচিবালয়ের সর্বোচ্চ কাঠামো পর্যন্ত প্রশাসনের পদে পদে স্বৈরাচারের দোসর ও সুবিধাভোগীরা আখড়া বানিয়ে বসেছে। শুধু হাসিনার পতন হয়েছে, কিন্তু তার মুরিদরা ক্ষমতাকাঠামোর স্তরে স্তরে অবস্থান করছে। গণমাধ্যমেও তাদের অবস্থান রয়েছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হবে, প্রশাসনিক পুনর্বিন্যাসের মধ্য দিয়ে ফ্যাসিবাদের দালাল ও পৃষ্ঠপোষকদের চাকরিচ্যুত করে নতুন নিয়োগের সার্কুলারের মাধ্যমে ফ্যাসিবাদের বিপক্ষের শক্তির মধ্য থেকে মেধার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম করে প্রশাসনিক সংস্কার করা।

Abdur Rahim
১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ১:১০ পূর্বাহ্ন

মানব জমিনের সম্পাদক মতিউর রহমান স্যারকে অশেষ ধন্যবাদ।

Majibul
১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ১২:৩০ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

Hamdard

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status