অনলাইন
রাশিয়ান প্রতারকদের নতুন ফাঁদ! প্রতারিত ৫০ দেশের লক্ষাধিক মানুষ
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ অপরাহ্ন
ভুয়া কল সেন্টারের মাধ্যমে রাশিয়ায় বসে ভারত-সহ প্রায় ৫০টি দেশে প্রতারণার ফাঁদ পাতার অভিযোগ উঠেছে। সম্প্রতি, রাশিয়ার তদন্তকারী সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস এই বড়সড় ভুয়া কল সেন্টার চক্রের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। ওই কল সেন্টারের ১১ জন কর্মীকে আটক করেছে সংস্থা। এই চক্রের মাধ্যমে ভারত, বৃটেন, কানাডা, ব্রাজিল, জাপানসহ প্রায় ৫০টি দেশের এক লক্ষেরও বেশি মানুষ প্রতারিত হয়েছেন বলে অভিযোগ। প্রথমে অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে বিনিয়োগের টোপ দেওয়া হত। এক বার সেই ফাঁদে পা দিলেই টাকা হাতিয়ে নেওয়া হত বলে অভিযোগ। যার মাধ্যমে ভুয়া কল সেন্টারগুলি এক দিনে প্রায় ১০ লাখ ডলার উপার্জন করত বলে দাবি করা হচ্ছে। সংবাদ সংস্থা রয়টার্স মোতাবেক, রাশিয়ার তদন্তকারী সংস্থা সন্দেহ করছে, এই চক্রের সঙ্গে জর্জিয়ার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ডেভিড কেজেরাশভিলি যুক্ত রয়েছেন। তিনি বর্তমানে লন্ডনে রয়েছেন বলে দাবি করা হয়েছে।কেজেরাশভিলি ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত জর্জিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে জর্জিয়ার প্রেসিডেন্ট ছিলেন মিখায়েল সাকাশভিলি। কেজেরাশভিলির মালিকানাধীন সংস্থা ‘মিল্টন গ্রুপ’-এর বিরুদ্ধে আগেও আন্তর্জাতিক প্রতারণায় যুক্ত থাকার অভিযোগ উঠেছিল। তা নিয়ে বিতর্কও ছড়িয়েছে অতীতে। সংবাদমাধ্যম বিবিসি এ বিষয়ে ২০২০ সালে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছিল। ওই প্রতিবেদনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন জর্জিয়ার প্রাক্তন মন্ত্রী। সম্প্রতি ওই মামলায় কেজ়েরাশভিলির পক্ষে রায় গিয়েছে। এদিকে ভারতে সাইবার অপরাধের পরিসংখ্যানও উদ্বেগজনক। কেন্দ্রীয় সরকারের সাইবার অপরাধ পোর্টালের তথ্য অনুসারে, ২০২৪ সালের প্রথম চার মাসেই ৭ লক্ষ ৪০ হাজার সাইবার অপরাধের অভিযোগ জমা পড়েছে। ২০২৩ সালে মোট অভিযোগ জমা পড়েছিল সাড়ে ১৫ লাখের বেশি। প্রতারণার মাধ্যমে লক্ষাধিক কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে, যার মধ্যে লগ্নি, বন্ধুত্বের অ্যাপ এবং শেয়ার বাজার সংক্রান্ত টোপের ব্যবহার বেশি। সাইবার অপরাধের বাড়বাড়ন্ত রুখতে ভারত সরকারও সম্প্রতি দেশের সাধারণ মানুষকে আরও বেশি করে সচেতন থাকার পরামর্শ দিয়েছে।
সূত্র : রয়টার্স