ঢাকা, ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

‘সিলেবাস সংস্কারে রেমিট্যান্স বাড়বে ১০০ বিলিয়ন ডলার’

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার
mzamin

গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ্‌ বলেছেন, শুধুমাত্র তথ্য প্রযুক্তির সিলেবাস সংস্কারের মাধ্যমে আগামী ১০ বছরে বাংলাদেশের ১০০ বিলিয়ন ডলার রেমিট্যান্স বাড়ানো সম্ভব। জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে আইসিটি সিলেবাস সংস্কার এবং কর্মমুখী শিক্ষার চর্চা শুরু করলে দেশ থেকে বাইরে যাওয়া দক্ষ জনশক্তি অন্তত দ্বিগুণ রেমিট্যান্স দেশে পাঠাতে পারবে। কোনো ধরনের সরকারি সহযোগিতা ছাড়াই নিজ উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারগণ ফ্রিল্যান্সিংয়ে দেশকে দ্বিতীয় স্থানে উন্নীত করেছেন। গার্মেন্টস শিল্পের পর দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করেছে ফ্রিল্যান্সিং। সম্ভাবনাময় এ শিল্পে জাতীয় বিশ্ববিদ্যালয় সব দিক থেকে পাশে থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপাচার্য। গতকাল ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএসটি)তে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেছেন। ড. আমানুল্লাহ্‌ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটির সিলেবাস সংস্কারের কাজ চলমান। এ লক্ষে দেশি-বিদেশি আন্তর্জাতিক সংস্থা এবং বিদেশি টেকনিক্যাল এডুকেশন বোর্ডগুলোর সঙ্গে ইতোমধ্যে একাডেমিক আলোচনা শুরু করেছে। এছাড়াও তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন ইন্সটিটিউট, ল এবং বিএড কলেজগুলোতে পড়াশোনার মান উন্নয়ন এবং মনিটরিং বৃদ্ধির ব্যাপারে সতর্ক করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল ইসলাম, গ্রীন ইউনিভার্সিটির উপাচার্য এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রফেসর ড. মো. শরীফ উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের সাবেক ডীন ইমেরিটাস প্রফেসর ড. শাহিদা রফিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহমুদা জামান, ইন্সটিটিউটের প্রশাসনিক কর্মকর্তা এবং বিভাগীয় প্রধানগণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- অধ্যক্ষ অধ্যাপক এম. এ. মজিদ। শেষে অতিথিবৃন্দ সফটওয়্যার-হার্ডওয়্যার প্রজেক্ট এক্সিবিশন অ্যান্ড পোস্টার প্রেজেন্টেশনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status