বাংলারজমিন
রাজশাহীতে জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১২.৩
রাজশাহী প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবাররাজশাহীতে জেঁকে বসেছে শীত, কুয়াশার প্রভাবে দেখা মিলছে না সূর্যের। সোমবার সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে নগরী। দুপুর নাগাদ শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, ডিসেম্বরেই দেখা দেবে শৈত্যপ্রবাহ। রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যমতে, সোমবার ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর গত শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় দিনেব সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, গত এক সপ্তাহ ধরেই রাজশাহীতে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সকাল সন্ধ্যায় বইছে হিমেল হাওয়া। ফলে অনুভূত বাড়ছে শীতের। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে। রাজশাহীতে মূলত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীত বেশি থাকে। এ ডিসেম্বর মাসেই দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ হওয়ার কথা। মূলত ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে শৈত্যপ্রবাহ শুরু হবে। এ মাসেই দুই থেকে তিনটি মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এদিকে সকাল থেকেই সূর্যের দেখা না মেলায় রাস্তায় গাড়ি চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। বিভিন্ন উপজেলাতেও ছিন্নমূল মানুষ জ্বালাচ্ছেন আগুন। খেটে খাওয়া ও অল্প আয়ের মানুষরা পড়েছে চরম বিপাকে। শীত নিবারণের জন্য সরকারের পক্ষ থেকে এখনো দেয়া হয়নি শীত বস্ত্র। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। বিশেষ করে বেড়েছে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা।