ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

ব্রাহ্মণবাড়িয়া সদর বিএনপি’র সভাপতি রুমা সম্পাদক আলমগীর

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

ভোটে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট তারিকুল ইসলাম খান রুমা ও ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন। শনিবার শহরের পৌর মুক্তমঞ্চে সদর উপজেলা বিএনপি’র সম্মেলন হয়। পরে দ্বিতীয় অধিবেশনে ভোট হয়। নির্বাচনে সভাপতি পদে পাঁচ জন, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে দুই জন করে প্রার্থী হন। এতে ৪০৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন রুমা। ৫১০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলমগীর হোসেন। রুমার নিকটতম মো. জহিরুল ইসলাম (লিটন) ১২৩ ভোট এবং আলমগীরের নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রাহিম উদ্দিন রায়হান পেয়েছেন ৭৮ ভোট। আর ৪৬৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সালাউদ্দিন আহমেদ। গত ২৯শে নভেম্বর জেলা বিএনপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। পরদিন থেকে শুরু হয় মনোনয়ন বিতরণ। ৫ই ডিসেম্বর ছিলো প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ। এরপরই এসব পদের প্রার্থীরা দিনরাত এক করে ছুটতে শুরু করেন কাউন্সিলরদের কাছে।
৭৮১ জন কাউন্সিলরের মধ্যে ভোট দিয়েছেন ৬০৫ জন। এর মধ্যে ভোট বৈধ হয়েছে ৫৮৯টি।  

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

Hamdard

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status